টি-২০ ক্রিকেটে বড় মাইলস্টোনের সামনে রোহিত শর্মা:
এই ম্যাচে একটি চার মারলে টি-২০ কেরিয়ারে ৯০০টি চার মারার নজির গড়বেন রোহিত শর্মা। শিখর ধাওয়ান, বিরাট কোহলির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজির তিনি তৈরি করবেন।
আইপিএল-এ পঞ্চাশ উইকেটের সামনে খালিল আহমেদ:
খালিল আহমেদের সামনে এই ম্যাচে সুযোগ রয়েছে আইপিএল কেরিয়ারে ৫০তম উইকেট স্পর্শ করার। এই ম্যাচে ৫০ উইকেট স্পর্শ করতে পারলে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়েন খালিল। ৩৪ ম্যাচ লাগবে তা হলে তাঁর এই কৃতিত্ব অর্জন করতে।
টি-২০ ক্রিকেটে ৩৫০০ রানের সামনে মিচেল মার্শ:
মাত্র ৮ রান করলে টি-২০ ক্রিকেটে ৩৫০০ রান পূর্ণ করবেন মিচেল মার্শ, ২৪ রান তিনি যদি মুম্বইয়ের বিরুদ্ধে করতে পারেন তা হলে আইপিএল কেরিয়ারে ৫০০ রান পূর্ণ করবেন মার্শ। পাশাপশি ৬টি চার তিনি মারতে পারলে টি২০ ক্রিকেটে ২৫০ চারের মালিক হবেন।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একাধিক নজিরের হাতছানি রোহিত শর্মার সামনে:
মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা মাত্র ২০ রান দিল্লির বিরুদ্ধে পেলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টি-২০ ক্রিকেটে ৫০০০ রান করার নজির তৈরি করবেন। আইপিএল-এর সফলতম দলের অধিনায়ক ৯টি চার মারলে মুম্বইয়ের হয়ে ৪৫০টি চার পূর্ণ করবেন।
অন্যান্য নজির:
মাত্র একটি উইকেট পেলে টি-২০ ক্রিকেটে ২৫০ উইকেটের মালিক হবেন মুস্তাফিজুর রহমান। একই সঙ্গে তিনি যদি চারটি উইকেট পান তা হলে আইপিএল কেরিয়ারে ৫০ উইকেট পূর্ণ করবেন। দশটি চার মারলে পৃথ্বী শ আইপিএল-এ ২০০ চার পূর্ণ করবেন। এক উইকেট পেলে ড্যানিয়েল স্যামস টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হবেন। একটি ছয় মারলে ৫০টি ছয় মারার নজির গড়বেন টি-২০ ক্রিকেটে।
জরুরি তথ্য:
দুই দল মুখোমুখি হয়েছে মোট ৩১টি ম্যাচে। ১৬টি ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং ১৫টি ম্যাচে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষ তিন ম্যাচে রানা তাড়া করে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। তিনটি চার মারলে ডেভিড ওয়ার্নার দিল্লির হয়ে ২০০টি চার মারার নজির গড়বেন। বীরেন্দ্র শেহওয়াগ, শিখর ধাওয়ান এবং ঋষভ পন্থের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এই নজির তিনি গড়বেন।