এসএসসি মামলায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এদিন সকাল ১১টা থেকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তাঁর বয়ান রেকর্ড করা হয়। বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার পর এদিন ফের তলব করা হয়েছিল পরেশ অধিকারীকে।
পরপর দুদিন জেরার পরও ছাড় নয়, টানা তৃতীয় দিন তলব করা হল পরেশ অধিকারীকে। অর্থাৎ শনিবার পের তাঁকে ডেকেছে সিবিআই। শনিবার বেলা ১১টায় নিজাম প্যালেসে তাঁকে ডাকা হয়। শুক্রবার একটানা সাড়ে ৯ ঘণ্টা তাঁকে জেরা করে সিবিআই আধিকারিকরা। তদন্তকারীরা মনে করছেন মন্ত্রী-কন্যাকে চাকরি দেওয়ার পিছনে আরও অনেকে জড়িয়ে রয়েছে। তাঁদের নাম জানাই তদন্তকারীদের উদ্দেশ্য।
এদিন পরেশ অধিকারীকে জিজ্ঞাসা করা হয়, তাঁর মেয়ে অঙ্কিতা কার মাধ্যমে চাকরি পেয়েছিলেন। এবং কীভাবে তাঁর চাকরি হয়েছিল, তাও জানতে চান তদন্তকারীরা। মন্ত্রী-কন্যাকে চাকরি দেওয়ার নেপথ্যে কাদের সংযোগ রয়েছে বা কারা মধ্যস্থতাকারী তা জানতে তৎপর সিবিআই। সেই কারণেই বৃহস্পতি ও শুক্রবার জেরার পর ফের শনিবারও তাঁকে তলব করা হল।
এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে নাম জড়ায় রাজ্যের বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। কী করে মেধা তালিকায় না থেকেও চাকরি পেয়ে গেলেন পরেশ-কন্যা অঙ্কিতা, তা জানার চেষ্টা চালায় সিবিআই। সেই লক্ষ্যে মঙ্গলবার রাত আটটার মধ্যে নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
কিন্তু তারপর থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যান পরেশ অধিকারী। বুধবার সারাদিন তাঁকে নিয়ে নাটক চলে। তাঁর বিরুদ্ধে আদাবলত অবমাননার অভিযোগ ওঠে। এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটের মধ্যে সিবিআই দফতরে হাজিররা নির্দেশ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু বিকেল সাড়ে তিনটের মধ্যে তিনি সিবিআই কাছে হাজিরা দেননি। ফলে সিবিআই তাঁর বিরুদ্ধে এফআইআর করে।
অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় নেমে তিনি সটান নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেন। তারপর শুরু হয় জেলা। বৃহস্পতিবার প্রায় সাড়ে তিন ঘণ্টা দেরা করা হয় তাঁকে। তারপর জেরা চলাকালীনই তাঁকে নোটিশ ধরানো হয়। নোটিশে তাঁকে শুক্রবার হাজদিরা দিতে বলা হয়। সেইমতো তিনি শুক্রবার বেলা ১১টার আগেই হাজির হয়ে যান সিবিআই দফতরে। তারপর শুরু হয় জেরা। সাড়ে ৯ ঘণ্টার বেশি জেরার পরে ফের এদিন নোটিশ দেওয়া হয় শনিবার হাজিরার জন্য।