কটি পাথর বের করা হয়
জানা গিয়েছে দীর্ঘ ছয় মাস ধরে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির অসহ্য পেটে ব্যথা হচ্ছিল। যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষমেষ তিনি চিকিৎসকের কাছে যান। অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালে রোগীর ১ ঘণ্টা ধরে অপরেশান করা হয়। আর তারপর যা ঘটল দেখে সকলেই চক্ষু চড়কগাছ। তার দেহ থেকে ২০৬ টি কিডনি পাথর বের করা হয়। যদিও তিনি এখন সুস্থ আছেন বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
রোগীটি কোথাকার বাসিন্দা
রোগীর নাম বীরমল্লা রামলক্ষেয়া। তিনি নালগোন্দার বাসিন্দা। জানা গিয়েছে, ২২ এপ্রিল তিনি অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালে গেচ্ছিলেন। কিছুদিন ধরে তার পেটে ব্যাথা খুব হচ্ছিল। সেই ব্যাথা সহ্য করতে না পেরে তিনি স্থানীয় চিকিৎসকের কাছে। তাঁদের পরামর্শ মত ওষুধও খান। কিন্তু তাতে সাময়িক ব্যাথা কমলেও পুরো কিন্তু ব্যাথা কমেনি। এত যন্ত্রণা তিনি আর সহ্য করতে পাচ্ছিলেন না। কোনও কাজও করতে পাচ্ছিলেন না। তাই নিতে বাধ্য হয়ে হাসাপাতালে যান।
কনসালটেন্ট ইউরোলজিস্ট কী জানালেন
Aware Gleneagles Global Hospital এর সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট ডাঃ পুলা নবীন কুমার জানান, প্রাথমিক অনুসন্ধান ও আল্ট্রাসাউন্ড স্ক্যানে ধরা পরে বাম কিউনিতে অনেক পাথর আছে। যেটি নিশ্চিত করা হয় সিটি ক্যাব স্ক্যানের মাধ্যমে।
চিকিৎসকের মত কী
হাসপাতালের চিকিৎসকের জানান, রোগীর অবস্থা সঙ্কটজনক থাকায় কিহোল সার্জারির অপরেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। অপরেশন করার পর রোগীর কিউনি থেকে ২০৬ টি পাথর বের করা হয়। তারা আরও জানান, তীব্র দাবদাহের কারণে শরীরের তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। যার ফলে শরীর ডিহাইড্রেট হয়ে যায়। আর যার ফলে রোগটি আর বেড়ে যায়। যদিও তিনি এখনও সুস্থ আছেন বলেই জানিয়েছেন।