রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংস-এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির দলের কাছে নিয়মরক্ষার ম্যাচ এটি। তবে, রাজস্থান রয়্যালসের কাছে এই ম্যাচে অন্য গুরুত্ব রয়েছে।
রাজস্থা প্লে-অফে খেলবে তা নিশ্চিত, কিন্তু কোন পজিশনে থেকে তারা খেলতে নামবে তা অনেকটাই নির্ভর করবে এই ম্যাচের উপর। কারণ এই ম্যাচে রাজস্থান রয়্যালস জিতলে নেট রান রেট ভাল থাকায় তারা জায়গা করে নেবে দ্বিতীয় স্থানে। দিল্লি ক্যাপিটালস যদি জেতে তারা চতুর্থ দল হিসেবে প্লে-অফে জয়গা করে নেবে। কিন্তু বড় ব্যবধানে জিতলে তারা দ্বিতীয় স্থানে উঠে আসবে। সেক্ষেত্রে খারাপ রান রেটের কারণে ছিটকে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এই ম্যাচে নামার আগে দুই দল প্রথম একাদশে একটি করে পরিবর্তন এনেছে। শিবম দুবের পরিবর্তে মহেন্দ্র সিং ধোনি প্রথম একাদশে নিয়ে এসেছেন অম্বতি রায়ডুকে। অপর দিকে, রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট জিমি নিশামের পরিবর্তে প্রথম একাদশে ফিরিয়ে এনেছেন সদ্য বাবা হওয়ার অনুভূতি নিয়ে দেশ থেকে ফিরে আসা শিমরন হেটমায়ারকে।
রাজস্থান রয়্যালস:
যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ওবেদ ম্যাককয়, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ
চেন্নাই সুপার কিংস:
ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, অম্বতি রায়ডু, নারায়ণ জগদীশান, মিচেল স্যান্টনার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা