কৃষ্ণজন্ম ভূমিতে মসজিদ নিয়ে আপত্তি, মামলা করার অনুমতি দিল মথুরা আদালত

কৃষ্ণ জন্মভূমি থেকে মসজিদ সরানোর মামলা করর অনুমতি দিল আদালত। মথুরা আদালত এই অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ সরানোর মামলার পর মথুরার কৃষ্ণ জন্মভূমি থেকে মসজিদ সরানোর দাবি উঠেছিল। সেই নিয়ে মমলা করার জন্য অনুমতি দেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। তাতে অনুমতি দিয়েছে আদালত।

More MATHURA News  

Read more about:
English summary
Krishna Janmabhumi case update
Story first published: Thursday, May 19, 2022, 13:56 [IST]