Weather update: গুমোট গরমের জেরবার দশা, আজও ভিজবে শহর থেকে জেলা পূর্বাভাস হাওয়া অফিসের

বৃষ্টি হলেও কমছে না গুমোট গরম। সকাল থেকেই আজ কলকাতার আকাশ মেঘলা। রোদের েদখা নেই। কিন্ত গরম কমছে না। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে গুমোট গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে আজ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে তাতে ভ্যাপসা গরম থেকে কতটা মুক্তি মিলবে সেটাই এখন দেখার।

কাটছে না ভ্যাপসা গরম

সকাল থেকেই কালো মেঘের আনাগোনা শহরের আকাশে। রোদের দেখা নেই। হাওয়া থাকলেও গুমোট গরম কিন্তু কমছে না। গুমোট গরমে জেরাবার দশা শহরবাসীর। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজও শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে ভিজবে শহর। তাতে কি খুব একটা স্বস্তি মিলবে। কারণ গত কয়েক িদন বৃষ্টি হলেও গরমের দাপট কমেনি। আজ শহরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে রয়ে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

কোন কোন জেলায় বৃষ্টি

আজও জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বর্ষা এবার আগেই আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যু-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলা গুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অসমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।

বর্ষা এবার আগে ঢুকছে

গোটা দেশেই এবার নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করছে বর্ষা। আর কয়েকদিনের মধ্যেই কেরলে ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষা আগেই ঢুকবে রাজ্যে এমনই পূর্বাভাস দিয়েছে আইএমডি। কেরলের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সেখানে ৪ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। উদ্ধারকাজে নেমেছে সেনা, বায়ুসেনা।

More WEATHER News  

Read more about:
English summary
Weather forecast