দেখতে একই রকম! তীব্র আর্থিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কার সঙ্গে ভারতের তুলনা রাহুলের

দেশের আর্থিক পরিস্থিতি (Economic situation) নিয়ে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নিশানায় মোদী সরকার। এদিন রাহুল গান্ধী ভারতের
(india) বর্তমান অবস্থাকে শ্রীলঙ্কার (Sri lanka)সঙ্গে তুলনা (compare) করেছেন। তিনি বলেছেন বেকারত্বের হার, সাম্প্রদায়িক দাঙ্গা এবে পেট্রোলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে উভয় দেশের অবস্থান অনেকটাই এক।

রাহুল গান্ধী একাধিক বিষয়ে উভয় দেশের গ্রাফ তুলনা করে একটি ছবি শেয়ার করেছেন। এই গ্রাফগুলির মধ্যে রয়েছে ২০১৭ থেকে ল২০২১ সালের মধ্যে বেকারত্ব, সাম্প্রদায়িক দাঙ্গা এবং পেট্রোলের দাম বৃদ্ধির পরিসংখ্যান।

Distracting people won’t change the facts. India looks a lot like Sri Lanka. pic.twitter.com/q1dptUyZvM

— Rahul Gandhi (@RahulGandhi) May 18, 2022

এদিকে বুধবার শ্রীলঙ্কা বলেছে, তাদের কাছে বৈদেশিক মুগ্রা না থাকার কারণে প্রায় দুমাস ধরে জলসীমায় নোঙর করা রয়েছে পেট্রোল ভর্তি একচি জাহাজ। শ্রীলঙ্কা সরকারের তরফে নাগরিকদের জ্বালানির জন্য লাইনে না দাঁড়ানোর জন্য আবেদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে নতুন করে দায়িত্ব নেওয়ার পরে রণিল বিক্রমসিংঘে বলেছেন, তিনি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য উন্মুখ। আর্থিক সহায়তা করার জন্য তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা সবথেকে খারাপ আর্থিক সংকটের মুখে পড়েছে।

SSC মামলায় নাটকীয় মোড়, নথি নষ্টের আশঙ্কায় রাতেই হাইকোর্টে শুনানিSSC মামলায় নাটকীয় মোড়, নথি নষ্টের আশঙ্কায় রাতেই হাইকোর্টে শুনানি

More RAHUL GANDHI News  

Read more about:
English summary
India looks a lot like Sri Lanka, Rahul Gandhi compares India with Sri lanka on Economic crisis
Story first published: Wednesday, May 18, 2022, 23:40 [IST]