মাওবাদীদের গড়ে বসে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন জঙ্গলমহলে মাওবাদী নেই। বাংলায় মাওবাদী নেই। মাওবাদী মাওবাদী গুজব রটানো হচ্ছে। বুধবার ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন মাওবাদী মাওবাদী বলে গুজব রটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফরে গিয়েছেন মেদিনীপুর ও ঝাড়গ্রামে। মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করেছেন। এদিন করলেন ঝাড়গ্রামে। তিনি ঝাড়গ্রামের এই প্রশাসনিক বৈঠক থেকে জানালেন মাওবাদীদের নাম করে করে হাতে লেখা পোস্টার সেঁটে গুজব ছড়ানো হচ্ছে। তিনি এই মর্মে তাঁর পুলিশ ও প্রশাসনকেও সাবধান করে দেন। পুলিশকে নির্দেশ দেন চোখ-কান খোলা রাখতে। কারা এসব গুজব রটাচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এজন্য পুলিশ সুপার ও উচ্চপদস্থ আধিকারিকদের এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন জেলার পুলিশ সুপারদের জিজ্ঞাসা করেন সন্ধ্যা ৬টার পর বাইরে না বেরনোর কোনও নির্দেশ থানাগুলি থেকে দেওয়া হয়েছিল কি না? পুলিশ প্রশাসনের কর্তারা জানিয়ে দেন এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। কোনও থানা থেকে এমন নির্দেশিকা জারিও করা হয়নি।
এরপরই মুখ্যমন্ত্রী গুজব তত্ত্ব উত্থাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, তার মানে এটা খুব গোপনে কেউ গুজব ছড়িয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য। মাথায় রাখবেন, কেউ আতঙ্ক ছড়াচ্ছে। নেটমাধ্যমেও নজর রাখবেন। মাওবাদীদের নামে মিথ্যা রটনা করা হচ্ছে. গুজব রটিয়ে বলা হচ্ছে মাওবাদী আসছে মাওবাদী আসছেষ। কোনও মাওবাদী নেই। নিজে হাতে পোস্টার লিখে মাওবাদীদের নাম দিয়ে দেওয়া হচ্ছে। আর এসব হচ্ছে আতঙ্ক ছড়াতেই।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, অনেকে আবার সেই পোস্টারের ছবি তুলে বিক্রি করে দিল। আর এদিকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেওয়াও সম্ভব হল। বৈঠকে পুলিশ এবং প্রশাসনকে নজর রাখতে বলেন তিনি। বেলপাহাড়ির আইসি বিশ্বজিৎ বিশ্বাসের কাছে সিআরপিএফ ক্যাম্প সম্পর্কে জানতে চান। বাইরে থেকে এলাকায় কেউ ঢুকছে কি না তাও জানতে চান। তিনি উত্তরে জানান, পাঁচটি রাস্তার সঙ্গে ঝাড়খণ্ডের যোগ রয়েছে। এই পাঁচটি রাস্তাতেই নাকা তল্লাশি চালানো হচ্ছে। প্রতিটি রাস্তায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে পুলিশ যোগাযোগ রাখছে। নিরাপত্তার কোনও খামতি রাখা হচ্ছে না এলাকায়।