সীমান্ত বরাবর জঙ্গলে আগুন, লাইন দিয়ে ফাটল ল্যান্ডমাইন

বুধবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বেশ কয়েকটি ল্যান্ডমাইন বিস্ফোরণ দেখা গিয়েছে। এর আগে সোমবার ভারত-পাকিস্তান লাইন অফ কন্ট্রোলের বিস্তৃর্ণ এলাকায় জঙ্গলে আগুল লাগে। তারপরই বুধবার পরপর ল্যান্ডমাইন বিস্ফোরণ দেখা গিয়েছে এলওসি জুড়ে! প্রথমে নিয়ন্ত্রণ রেখার ওপারে জঙ্গলে আগুন লেগেছিল কিন্তু তার পর মেনধার সেক্টরে এলওসি সংলগ্ন ভারতীয় অংশে সেই আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনের কারণেই পরপর ল্যান্ডমাইন ব্লাস্ট হয়েছে বলে জানা গিয়েছে৷

কী ঘটেছে ঘটনা?

বুধবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটেছে৷ সেনা কর্মকর্তারা বলেছেন যে এই বিস্ফোরণগুলির পেছনে রয়েছে সোমবার থেকে শুরু হওয়া জঙ্গলের আগুন। এই আগুন প্রায় আধ ডজন ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় যা অনুপ্রবেশ বিরোধী সীমান্ত সুরক্ষা প্রস্তুতি ব্যবস্থার অংশ ছিল। স্থানীয় বনবিভাগের আধিকারিক কানার হোসেন শাহ বলেন, গত তিন দিন ধরে জঙ্গলে আগুন জ্বলছে। আমরা সেনাবাহিনীর সঙ্গে আগুন নেভাচ্ছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল কিন্তু আজ সকালে এটি দারামশাল ব্লকে ছড়িয়ে পড়ে৷ জোরে বাতাসের কারণেই দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন।

আরও যা বললেন বন বিভাগের আধিকারিক!

বনবিভাগের আধিকারিক কানার শাহ আরও বলেন, যে আগুন ভারতীয় সীমান্তের কাছে পৌঁছে গেলে সেনাবাহিনীর সহায়তায় পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে কাশ্মীরের রাজৌরি সেক্টরে সীমান্তের কাছে সুন্দরবান্দি এলাকায় আরেকটি বিশাল অগ্নিকাণ্ড ঘটে। যা ক্রমশ, গম্ভীর, নিক্কা, পাঞ্জগ্রায়ে এবং ব্রাহামানা, মোঘলা সহ অন্যান্য বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। কালাকোটের কালার, রনথাল, চিঙ্গি বনেও আগুন ছড়িয়েছে। বনবিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন সীমান্তের ওপার থেকে এসেছিল এবং উচ্চ কাংদি এবং ডক বানিয়াদের এলওসি এলাকায়ও ছড়িয়ে পড়েছে৷

কী বলছে জম্মু-কাশ্মীর বনবিভাগ?

তবে জম্মু-কাশ্মীর বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, মানুষের কোনো ক্ষতি হয়নি। জম্মু জেলার আন্তর্জাতিক সীমান্ত বরাবর কৃষিক্ষেত্রেও একটি ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বিএসএফ-এর বেলি আজমত সীমান্ত ফাঁড়ির (বিওপি) কাছের এলাকার কয়েক কিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল। কিন্তু শেষমেশ আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে বলেই জানাচ্ছে বনবিভাগ!

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু নেই রাজ‍্যে

প্রতীকী ছবি

More JAMMU AND KASHMIR News  

Read more about:
English summary
Forest fires along the LOC, fired cracked landmines along the line