কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেয়ে সোজা সিবিআই দফতরে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্ট থেকে কোনও রক্ষা কবচ পাননি। ডিভিশন বেঞ্চ এই মামলায় নির্দেশ দিতে পারবেন না শুনেই তিনি বেরিয়ে পড়েন নিজাম প্যালেসের উদ্দেশে। নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই তিনি পৌঁছে যান সিবিআই দফতরে।
বুধবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এদিন সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তদন্তে অসহযোগিতা করলে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করতে পারবে এমন নির্দেশও দেওয়া হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে।
এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেই আবেদন নিয়ম মেনে দাখিল করা হয়নি বলে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়। ফলে তিনি মামলার নির্দেশ দেননি।
হাইকোর্টে কোনও রক্ষা কবচ না পেয়ে তিনি মনস্থির করে ফেলেন আদালতের নির্দেশ মতো সিবিআই দফতরে হাজিরা দেওয়ার ব্যাপারে। সেইমতো বিকেল ৪টে ৪৮ মিনিট নাগাদ তিনি বেরিয়ে পড়েন নাকতলার বাড়ি থেকে। আর ৫টা ৪০ মিনিট নাগাদ তিনি পৌঁছে যান নিজাম প্যালেসে সিবিআইয়ের কলকাতা দফতরে।
এরই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা হাইকোর্টের প্রধান বিচারপতিকে মেল করেছেন এসএসসি মামলায় দ্রুত শুনানির জন্য। একদিকে যখন পার্থ চট্টোপাধ্যায় হাইকোর্টের নির্দেশকে সম্মান জানিয়ে সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন, অন্যদিকে তাঁকে যাতে গ্রেফতার না করা হয়, তার রক্ষা কবচ নিতে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা।
এই পরিস্থিতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরার জন্য প্রস্তুত সিবিআই আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায় নিজাম প্যালেসে যাওয়ার পর তাঁকে এসএসসি দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়োগের জন্য উপদেষ্টা কমিটি গড়া হয়েছিল। কেন এই কমিটি গড়া হয়েছিল? কোনও বৈঠক করে এই কমিটি গঠন করা হয়েছিল কি না, তা জানতে চাওয়া হবে।
টাকা নিয়ে এসএসসিতে নিয়োগ করা হয়ছিল বলে অভিযোগ উঠেছে। মেধা তালিকা ছিল ত্রুটিপূর্ণ। টাকার ভিত্তিকে মেধা তালিকা তৈরি হয়েছিল বলে অভিযোগ। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, তবু কেন তিনি এই বিষয়গুলি খোঁজ খবর নিলেন না, কেন এই বিষয়গুলি তিনি এড়িয়ে গেলেন, তা জানতে চাওয়া হবে সিবিআইয়ের পক্ষ থেকে। বিচারপতি রঞ্জিত কুমার বাগ কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। সেইমতো পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হল এদিন। এবং তিনি জেরার মুখোমুখি হলেন।