মাইলস্টোনের সামনে কুইন্টন ডি কক:
দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষকের সামনে এই ম্যাচে সুযোগ রয়েছে এক নতুন মাইলস্টোন তৈরি করা। কলকাতার বিরুদ্ধে ডি কক যদি অর্ধ শতরান করতে পারেন তা হলে টি-২০ ক্রিকেটে একক ভাবে সর্বাধিক অর্ধ-শতরান অর্জনকারী উইকেটরক্ষক- ব্যাটসম্যান হবেন ডি কক। এই তালিকায় কামরান আকমালের সঙ্গে যৌথ ভাবে শীর্ষ স্থানে রয়েছেন ডি কক। আকমল এবং কুইন্টন উভয়ের অর্ধশতরান সংখ্যা ৪৮।
কেকেআর-এর জার্সিতে অনন্য নজিরেরসামনে আন্দ্রে রাসেল:
মাত্র ২৮ রান করলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০০০ রান পূর্ণ করার নজির গড়বেন আন্দ্রে রাসেল। গৌতম গম্ভীর, রবীন উথাপ্পার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই নজিরের সামনে রাসেল।
আইপিএল-এ ১০০টি ছয়ের সামনে শ্রেয়স আইয়ার:
শেষ ম্যাচে আইপিএল-এ নজিরের সুযোগ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সামনেও। ৪টি ছয় মারতে পারলে আইপিএল কেরিয়ারে ১০০টি ছয়ের মালিক হবেন আইয়ার।
আইপিএল-এ পঞ্চাশ উইকেট স্পর্শের সামনে টিম সাউদি এবং জেসন হোল্ডার:
এই ম্যাচে একটি উইকেট পেলেন বিশ্বের ধনীতম টি-২০ লিগে ৫০টি উইকেটের মালিক হবেন জেসন হোল্ডার। অপর দিকে, এই কৃতিত্ব অর্জন করতে টিম সাউদির লাগবে পাঁচটি উইকেট। এরই সঙ্গে হোল্ডার চারটি চার মারলে টি-২০ ক্রিকেটে ১০০টি চারের মালিক হবেন।
৩০০০ টি-২০ রানের সামনে সুনীল নারিন:
ওয়েস্ট ইন্ডিজের নক্ষত্র ক্রিকেটার সুনীল নারিন এই ম্যাচে ২৪ রান করলে নিজের টি-২০ কেরিয়ারে ৩০০০ রান পূর্ণ করবেন। এই মরসুমে যদিও ব্যাট হাতে ছন্দে নেই নারিন। তবে, তাঁর প্রধান অস্ত্র বোলিং-এর ধরালো আক্রামণে এই মরসুমেও নাজেহাল হয়েছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানরা।
অন্যান্য নজির:
তিনটি ছয় মারলে আইপিএল কেরিয়ারে ৫০টি ছয়ের মালিক হবেন মার্কাস স্টইনিস। পাঁচটি ছয় মারলে আইপিএল-এ ১০০টি ছয় পূর্ণ করবেন কুইন্টন ডি কক। টি-২০ ক্রিকেচে শততম উইকেট পেতে দুশমন্ত চামিরার প্রয়োজন দু'টি উইকেট। একটি ক্যাচ নিলে মার্কাস স্টইনিস টি-২০ ক্রিকেটে ৫০টি ক্যাচ পূর্ণ করবেন। ৬টি চার মারলেস্টইনিসেরটি-২০ ক্রিকেটে চারের সংখ্যা হবে ৩৫০টি।
জরুরি তথ্য:
দুশমন্ত চামিরার কেরিয়ারে এটি ৯৯তম টি-২০ ম্যাচ। ৬৪ রান করলে টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেন ক্রুণাল পান্ডিয়া।