প্লে-অফের লড়াইয়ের আগে ফুটছে গোটা দিল্লি ক্যাপিটালস শিবির, ডেভিড ওয়ার্নারের কন্ঠে ফুটে উঠল আগ্রাসন

দারুণ ভাবে প্লে-অফের লড়াইয়ে চলে এসেছে দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাব কিংসকে হারানোর ফলে পরবর্তী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই চতুর্থ দল হিসেবে প্লে-অফ কোয়ালিফাই করবে রাজধানীর শহরের ফ্রাঞ্চাইজিটি। যার অর্থ, চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের ভাগ্য তাদের নিজেদের হাতেই রয়েছে। ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ১৭ রানের জয় পেয়ে ফুটতে থাকা দিল্লি ক্যাপিটালস ২১ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের।

ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে নামার আগে দিল্লি ক্যাপিটালসের তারকা ডেভিড ওয়ার্নারের বক্তব্য থেকেই পরিষ্কার কী মাইন্ডসেট রয়েছে গোটা দলের। অস্ট্রেলিয়াকে প্রথমবার টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা ওয়ার্নার বলে, "আমাদের দলের মধ্যে হার না মানার মনোভাব রয়েছে। আমরা যোদ্ধা এবং নিজেদের দক্ষতার শীর্ষে গিয়ে আমরা পারফর্ম করি, সেটা ব্যাট হাতেই কিংবা বল হাতে। প্রত্যেককে সাহায্য করার ইচ্ছা রয়েছে আমাদের দলের মধ্যে কারণ আমরা একে অপরের খেয়াল রাখি।"

পাঞ্জাবের বিরুদ্ধে ব্যাট হাতে বড় অবদান রাখতে না পারলেও দুর্দান্ত ফিল্ডিং করেন তিনি। নিজের ফিল্ডিং সম্পর্কে তিনি বলেছেন, "আমার জন্য এই খেলায় দু'টো দিক রয়েছে একটা ব্যাটিং এবং অপরটা ফিল্ডিং। আমি সার্কেলের মধ্যে থাকলে সিঙ্গলস আটকানোর চেষ্টা করি এবং বাউন্ডারি লাইনে ভাল কিছু ক্যাচ নেওয়ার চেষ্টা করি। সুভাগ্যবশত আমি একটি ধরতে পেরেছি এবং ভাল ফল করেছি আমরা। আমি চেষ্টা করি বোলারদের জন্য রান বাঁচাতে।"

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেনার হিসেবে আত্মপ্রকাশ হয় সারফরাজ খানের। ১৬ বলে ৩২ রান করেন এই তরুণ ব্যাটসম্যান। ওপেনার হিসেবে নজর কাড়েন তিনি। সরফরাজ নিজের পারফরম্যান্স সম্পর্কে বলেছেন, "পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই ম্যাচের আগে আমি কখনও ওপেনিং করিনি তাই আমি এই পজিশনে খেলাটা উপভোগ করতে চেয়েছিলাম। আমার লক্ষ্য ছিল ওপেনার হিসেবে ভাল ব্যাট করার এবং সেটাই করেছি।

IPL 2022: তিলক বর্মা কি সুযোগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকা সিরিজেই? ভারতীয় দলে নিতে কেন সওয়াল গাভাসকরের?IPL 2022: তিলক বর্মা কি সুযোগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকা সিরিজেই? ভারতীয় দলে নিতে কেন সওয়াল গাভাসকরের?

আমি কখনওই খুশি হতাম না যদি আমার ইনিংস দলের জয়ের পথে সাহায্য না করত। দলের মধ্যে পরিবেশটা দুর্দান্ত এবং আমাদের আরও একটা ম্যাচ ভাল খেলতে হবে প্লে-অফে যোগ্যতা অর্জন করার জন্য। আমাদের ব্যাটিং-এর পর দলের প্রত্যেককে বলছিলাম এটা একটা উইকেটের বিষয় মাত্র। আমরা যদি একটা উইকেট তুলে নিতে পারি তা হলে তা হলেই ম্যাচে থাকবো আমরা এবং পাঞ্জাবের গোটা ইনিংসেই একের পর এক উইকেট সংগ্রহ করি আমরা।"

More DAVID WARNER News  

Read more about:
English summary
Delhi Capitals have never die attitude said David Warner