অর্জুন বিজেপিতে থাকছেন না বিজেপি ছাড়ছেন
সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন অর্জুন সিং। তারপরও তাঁকে নিয়ে গুঞ্জন থামছে না। তিনি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরই বিজেপিতে থাকছেন না বিজেপি ছাড়ছেন, তা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। অর্জুন সিং বলেন, বিজেপিতে থাকব কি থাকব না, তার উত্তর পেয়ে যাবেন কোনও না কোনওদিন।
অর্জুন সিংয়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর দিলীপ ঘোষ
আর অর্জুন সিংয়ের সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর দিলীপ ঘোষের মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান সর্বভারতীয় সহ সভাপতি বলেন, মিডিয়াতে অনেক কিছু আবলোচনা হয়, আর মিডিয়া অনেক কিছু লেখে। অর্জুন সিং কী করবেন, সেটা তাঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার।
অর্জুন সিংকে ঘুরিয়ে পরামর্শ দিলেন দিলীপ ঘোষ
অর্জুন সিংকে নিয়ে প্রতিদিন নিত্যনতুন চর্চা শুরু হলেও দিলীপ ঘোষ বলেন, উনি আমাদের দলের বলিষ্ঠ নেতা। দলের কোনও সমস্যা হলে, তা দলেই আলোচনা করা উচিত। তা দলের মধ্যেই মিটিয়ে নেওয়াই কাম্য। দিলীপ ঘোষ এদিন তাঁর এই মন্তব্যে অর্জুন সিংকে ঘুরিয়ে পরামর্শ দিলেন। বার্তা দিলেন, যদি কোনও সমস্যা থাকে, তবে দলের মধ্যে আলোচনা করে তা দ্রুত মিটিয়ে নেওয়া দরকার।
অর্জুন সিংয়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা
অর্জুন সিংকে নিয়ে সম্প্রতি জল্পনা শুরু হয়েছে। তিনি শীঘ্রই কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন বলেও মনে করছে রাজনৈতিক মহল। তাঁকে নিয়ে বিজেপির নেতারাও অস্বস্তিতে। তাঁদের মিডিয়ার সামনে প্রশ্নের মুখে অপ্রস্তুতে পড়তে হচ্ছে। বঙ্গ বিজেপির নেতারা মনে করেছিলেন, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ডাকার পর সমস্যা মিটে যাবে। কিন্তু অর্জুন সিং ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা বাড়িয়েই চলেছেন।
অর্জুন সিংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা
বিজেপি সাংসদ পাটশিল্পে বঞ্চনার অভিযোগ এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সম্প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মর্মে দেখা করে একযোগে আন্দোলনের নামার হুঁশিয়ারিও দেন। তারপর আবার তাঁকে ভাটপাড়ার এক অনুষ্ঠানে জগদ্দলের তৃণমূল বিধায়কের সঙ্গে পা মিলিয়ে কলসযাত্রায় হাঁটতে দেখা যায়। তারপরই অর্জুন সিংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়।
বিজেপিতে থাকা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য
তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয় অর্জুন সিংকে। এই কদিনের মধ্যে তিন-তিনবার তাঁকে দিল্লিতে তলব করা হয়। পাটশিল্প নিয়ে বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠক করেন তিনি। দিল্লি থেকে ফেরার পর কলকাতা বিমানবন্দরে তিনি জল্পনা বাড়িয়ে বলেন, কে কোথায় কখন যাবে তা সময় বলবে। এবারও দিল্লিতে নাড্ডার সঙ্গে বৈঠকের পর তা ইতিবাচক বলে দাবি করেও বিজেপিতে থাকা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।