কাঁটা তারের ব্যবধান, রাজনৈতিক চাপানউতোর এবং মত পার্থক্য ভারত এবং পাকিস্তানকে দুই প্রতিবেশী রাষ্ট্রকে অনেকটা দূরের করে রাখলেও ক্রিকেটের প্রতি ভালবাসা বারবার মিলিয়ে দিয়েছে দুই দেশকে। কখনও জিতেছে ভারত, কখনও পাকিস্তান কিন্তু এই ম্যাচকে কেন্দ্র করে যে ভাবে দুই দেশের মানুষের হৃদয় ঝড় ওঠে তার সাক্ষী দশকের পর দশক থেকেছে গোটা বিশ্ব।
অতীতে ভারত এবং পাকিস্তানের ক্রিকেটাররা একই দলে খেলছেন এমনটা ভাবাটাও ছিল কল্পনাতীত কিন্তু বর্তমান যুগে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সৌজন্যে এবং কাউন্টিক্রিকেটের দৌলতে দুই দেশের ক্রিকেটাররা একই ড্রেসিং রুম শেয়ার করেন। সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার জন্য এই রকম ভাবেই একই সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করছেন ভারতের চেতেশ্বর পূজারা এবং পাকিস্তানের মহম্মদ রিজওয়ান।
ডারহামের বিরুদ্ধে ম্যাচে এই দুই ব্যাটসম্যানেক মধ্যে ১৫৪ রানের পার্টনারশিপ তৈরি হয়েছিল। পূজারার সঙ্গে বেশ ভাল মতোই জমে উঠেছে রিজওয়ানের এবং তিনি জানিয়েছেন কী ভাবে প্রতিটা ক্রিকেটার একটা বড় পরিবারের অংশ হয়ে উঠেছে। পূুজারার সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ক্রিকউইক.নেট'কে রিজওয়ান বলেছেন, "বিশ্বাস করুন আমি একেবারেই এই বিষয়ে অবাক নই।
আমি এগুলো নিয়ে ওর সঙ্গে মজা করি। ও দারুণ একজন মানুষ, ওর মনসংযোগ এবং লক্ষ্যের প্রতি অবচল থাকার যযে ক্ষমতা রয়েছে তা এক কথায় অনবদ্য। আপনি যদি কারোর থেকে কিছু সেখার সুযোগ পান তা হলে অবশ্যই সেই সুযোগটা গ্রহণ করা উচিৎ।"
IPL 2022: কোহলি করলেন আরসিবির বিরাট সম্মান ঘোষণা, 'হল অব ফেম' তালিকায় কোন দুই তারকা?
পাশাপাশি গোটা ক্রিকেট ফ্যাটার্নিটি-ই একটা পরিবার উল্লেখ করেছেন রিজওয়ান। এই প্রসঙ্গে তিনি বলেছেন, "আমরা এখানে সকলে মিলে একটা পরিবারের মতো রয়েছি। কিন্তু আপনি যদি পাকিস্তানের হয়ে খেলেন এবং আপনার ভাই অস্ট্রেলিয়ার হয়ে খেলে তা হলে নিঃসন্দেহে আপনি তাঁকে আউট করতে চেষ্টা করবেন কারণ আপনি আপনার দেশের হয়ে খেলছেন। তবে, এই লড়াইটা শুধু মাঠের মধ্যেই হয়। তা ছাড়া আমরা পরিবারের মতো। আমি যদি 'আমাদের বিরাট কোহলি' বা 'আমাদের পূজারা' বলি বা 'আমাদের স্মিথ' বা 'আমাদের রুট' তা হলে সেটা ভুল হবে না।"
সাসেক্সের হয়ে চার ম্যাচ রিজওয়ান করেছেন ১৫৯ রান। তাঁর বন্ধু চেতেশ্বর পূজারা পাঁচ ম্যাচে করেছেন ৭২০ রান। ডারহামের বিরুদ্ধে ২০৩ রানের ইনিংস খেলেন পুূজারা।