চিদাম্বরমের বাড়িতে CBI হানা, কার্তি চিদাম্বরমে বিরুদ্ধে বেআইনি লেনদেনের তদন্তে তৎপর কেন্দ্রীয় এজেন্সি

ফের দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়িতে সিবিআই হানা। চিদাম্বরম পুত্র কার্তি চিদাম্বরমের সংস্থার বিরুদ্ধে বৈদেশিক লেনদেনে দুর্নীতির অভিযোগের মামলার প্রেক্ষিতেই এই সিবিআই রেড বলে জানা গিয়েছে। দেশের ৯টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

চিদাম্বরমের বাড়িতে সিবিআই হানা

দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের বাড়িতে সিবিআই হানা। মঙ্গলবার সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেশের ৯টি জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান শুরু করেছে তারা। চিদাম্বরম পুত্র কার্তি চিদাম্বরমের সংস্থার বিরুদ্ধে বৈদেশিক লেনদেনে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই দেশের একাধিক জায়গায় চিদাম্বরমের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দিল্লি এবং চেন্নাইয়ের বাড়িতে তল্লাশি শুরু হয়েছে।

মুম্বইয়েও তল্লাশি সিবিআইয়ের

চিদাম্বরমের পরিবারের সঙ্গে যুক্ত এক ব্যক্তির মুম্বইয়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুম্বই, দিল্লি, চেন্নাই সহ দেশের প্রায় ৯টি জায়গায় সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন সিবিআই অফিসাররা। দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের সংস্থার বিরুদ্ধে বৈদেশিক লেনদেনে অনিয়ম এবং বেআইনিভাবে সুযোগ সুূবিধা নেওয়ার অভিযোগ করেছে।এর আগে এই মামলায় জেলও হয়েছিল চিদাম্বরম পুত্রের।

দুর্নীতির অভিযোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেই সিবিআই স্ক্যানারে দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কার্তি চিদাম্বরমের সংস্থা। এমনকী চিদাম্বরমের আর্থিক লেনদেনের উপরে নজর রাখা হয়েছে। ২০১০ থেক ২০১৪ সাল পর্যন্ত চিদাম্বরম কোথায় কথায় বৈদেশিক লেনদেন করেছেন তার উপরে নজর ছিল সিবিআইয়ের। কার্তি চিদাম্বরমের সংস্থা নাকি পাঞ্জাবে বিদ্যুৎ প্রকল্পের জন্য ২৫০ জন চিনা নাগরিককে বেআইনি ভাবে ভিসা পাইয়ে দিয়েছিলেন। ৩০৬ কোিট টাকার বিনিময়ে একাধিক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছিল পি চিদাম্বরম। এই মামলায় জেল খাটতে হয়েছে তাঁকে এবং তাঁর ছেলেেক।

বিরোধীদের অভিযোগ

বিরোধীরা অভিযোগ করেছেন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের কোণঠাসা করতে চাইছে বিজেপি সরকার। সেকারণে অবিজেপি অধিকাংশ রাজ্যেই চলছে সিবিআই এবং ইডি রেড। ২০২৪-র লোকসভা ভোট এগিয়ে আসতেই আবার একাধিক জায়গায় তৎপর হয়ে উঠেছে সিবিআই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়িতেও ইডি হানা দিয়েছে। পশ্চিমবঙ্গেও একাধিক ইস্যুতে সিবিআই তৎপর হয়ে উঠেছে।

More P CHIDAMBARAM News  

Read more about:
English summary
CBI raid at Karti Chidambaram case