কমনওয়েলথ গেমসের ট্রায়ালে সিনিয়র রেফারিকে ঘুষি! আজীবন নির্বাসিত কুস্তিগীর সতেন্দর মালিক

কমনওয়েলথ গেমসের ট্রায়ালে নজিরবিহীন কাণ্ড। রেফারি জগবীর সিংয়ের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তাঁকে সজোরে ঘুষি মেরে বসলেন সার্ভিসেসের কুস্তিগীর সতেন্দর মালিক। কমনওয়েলথ গেমসে ১২৫ কেজি বিভাগে যোগ্যতা অর্জনের লক্ষ্যে তিনি ট্রায়ালে অংশ নিয়েছিলেন। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের সামনেই এই ঘটনা ঘটায় কুস্তিগীরকে আজীবন নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

(ছবি- এএনআই)

বায়ুসেনার সতেন্দর মুখোমুখি হয়েছিলেন মোহিতের। নির্ণায়ক বাউটের যখন ১৮ সেকেন্ড বাকি এবং সতেন্দর ৩-০ ব্যবধানে এগিয়ে তখন মোহিত টেকডাউন মুভের আশ্রয় নেন। সতেন্দরকে ম্যাটের বাইরে বের করে দেন। কিন্তু রেফারি বীরেন্দ্র মালিক মোহিতকে টেকডাউন মুভের জন্য ২ পয়েন্ট না দিয়ে শুধু পুশআউটের জন্য ১ পয়েন্ট দেন। মোহিত সেই সিদ্ধান্তকে চ্য়ালেঞ্জ জানান। বাউটের জুরি সত্যদেব মালিক নিরপেক্ষতার খাতিরে নিজেকে সরিয়ে নেন। কারণ, তিনি মোখরা গ্রামের বাসিন্দা, ওই গ্রামেই বাড়ি মোহিতের প্রতিপক্ষ সতেন্দরের।

I was in charge of the mat & when the game had come under suspicious circumstances the main judge asked me to watch the video & give a decision on the basis of that. After I announced the decision, the wrestler (Satender Malik) started to fight & attacked me: Referee Jagbir Singh pic.twitter.com/l2XhB2zWoH

— ANI (@ANI) May 17, 2022

সিনিয়র রেফারি জগবীর সিংকে চ্যালেঞ্জের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়। টিভি রিপ্লে দেখে তিনি মোহিতকে পুরো তিন পয়েন্ট দেন। বাউটের ফল দাঁড়ায় ৩-৩। যেহেতু বাউটের শেষ পয়েন্ট মোহিত নিশ্চিত করেছিলেন সে কারণে তাঁকেই বিজয়ীও ঘোষণা করা হয়। পাশেই ম্যাট এ-তে ৫৭ কেজি বিভাগের ফাইনাল বাউটে অংশ নিয়েছিলেন রবি দাহিয়া ও আমনের মধ্যে। মেজাজ হারিয়ে সতেন্দর সেদিকে গিয়ে জগবীরকে নিগ্রহ করতে শুরু করেন। আপত্তিকর কথাবার্তা বলতে বলতেই সিনিয়র রেফারিকে ঘুষি মেরে বসেন সতেন্দর। ভারসাম্য রাখতে না পেরে মাটিতে পরে যান জগবীর। ঘটনার আকস্মিকতায় সকলে স্তম্ভিত হয়ে যান। আইজি স্টেডিয়ামের কেডি যাদব হলে ৫৭ কেজি বিভাগের ফাইনাল এই ঘটনার জেরে সাময়িক স্থগিত করে দেওয়া হয়। সতেন্দরকে হল থেক বের করে দেওয়ার পর ওই বাউট শুরু হয়।

I can confirm that WFI has imposed a life ban on wrestler Satender Malik for physically assaulting referee Jagbir Singh.

— Amanpreet Singh (@amanthejourno) May 17, 2022

সতেন্দরকে আজীবন নির্বাসনের পাশাপাশি রেফারিদের ব্যাখ্যা তলব করা হয়েছে। মোহিতের টেক-ডাউন মুভ স্পষ্ট থাকা সত্ত্বেও তাঁকে কেন প্রথমেই পয়েন্ট দেওয়া হয়নি তার কারণ জানতে চাওয়া হয়েছে জাতীয় কুস্তি ফেডারেশনের তরফে। ২০১৩ থেকে ক্লাস ওয়ান রেফারি জগবীর বলেন, ওই বাউটের সঙ্গে আমার কোনও সম্পর্কই ছিল না। আমি ৯৭ কেজি ও ৬৫ কেজি ফাইনালের দায়িত্বে ছিলাম। আমাকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করা হয়েছিল বলেই তা করি। ফলে সতেন্দরের এই আচরণ অপ্রত্যাশিত। সত্যদেব মালিক তাঁর সরে দাঁড়ানো নিয়ে বলেন, আমরা একই জায়গার হওয়ায় সিদ্ধান্ত নিতে চাইনি। আন্তর্জাতিক আসরেও ভারতীয়রা থাকলে কোনও ভারতীয় জুরি থাকেন না। নিরপেক্ষতা বজায় রাখতেই আমি কোনও সিদ্ধান্ত নিতে চাইনি। তবে শান্ত স্বভাবের সতেন্দর এমন করে বসলেন তা বুঝতে পারছেন না সত্যদেব।

Press Release

The Selection for Senior Women Wrestling Team for 2022 Commonwealth Games held at STC, Lucknow

to represent country in the 2022 Birmingham Commonwealth Games:

50 kg. Pooja Gehlot
53 kg. Vinesh
57 kg. Anshu
62 kg. Sakshi Malik
68 kg. Divya Kakran
76 kg. Pooja

— Wrestling Federation of India (WFI) (@WFI_Wrestling) May 16, 2022

More COMMONWEALTH GAMES News  

Read more about:
English summary
Wrestler Satender Has Been Suspended For Life After He Punches Referee During CWG Trials. Satender Was Competing For A Commonwealth Games Berth In The 125kg Category.