|
সব কিছুতে অন্যের দোষ
শুভেন্দু অধিকারী এদিন রাজ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন। তিনি বলেছেন, যারা সবসময় তেলের দাম নিয়ে চেঁচামেচি করে, অথচ নিজেরাই তেলের দাম কমায় না, তারাই আবার সব কিছুতে অন্যের দোষ দেখতে পায়। বাঙালির হেঁসেলে আজ আগুন লেগেছে, বাজারে শাক সবজি মাছ মাংসের দাম শুনলে নাভিশ্বাস ওঠার জোগাড়। আলু ৪০ পেরিয়েছে, মুরগির মাংস ৩০০ ছুঁই ছুঁই, টম্যাটো প্রায় ১০০।

পরিবহণ খরচের সঙ্গে দাম বৃদ্ধির সম্পর্ক কতটা
এব্যাপারে তিনি পরিবহণ খরচের সঙ্গে দাম বৃদ্ধির সম্পর্ক কতটা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। অপর একটি টুইটে বলেছেন, আলু বাদ দিয়ে অন্য সবজি ৫০ এর আসে পাশে। প্রশাসনিক নজরদারির অভাব স্পষ্ট, টাস্ক ফোর্সের দেখা মেলে না বাজারে। ধরা বাঁধা উত্তর প্রস্তুত রয়েছে - জ্বালানী তেলের দাম। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে প্রভাব পড়ছে। অথচ এ সবের ফলন আমাদের রাজ্যেই হয়। পরিবহন খরচের সঙ্গে দাম বৃদ্ধির সম্পর্ক নেই।
অন্য রাজ্যের সঙ্গে পেঁয়াজের দামে সামঞ্জস্য
বিরোধী দলনেতা প্রশ্ন করেছেন, যদি পরিবহণের খরচ বৃদ্ধিই কারণ হয়, তাহলে পেঁয়াজের দামে অন্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের দামে সামঞ্জস্য হয় কী করে? তিনি বলেছেন, পরিবহন খরচের জন্যই যদি বাজার দর বেড়েছে, তবে পেঁয়াজের উৎপাদন স্থল মহারাষ্ট্রের নাসিক, কর্ণাটকের হুবলি, মধ্যপ্রদেশের ইন্দোরের সাথে পশ্চিমবঙ্গের কলকাতা সহ অন্যান্য জেলায় পেঁয়াজের দামের সামঞ্জস্য পাওয়া যাচ্ছে কি ভাবে? এই সব জায়গাতেই পেঁয়াজের দাম ২০-২৫ মধ্যেই প্রায়।
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
বিভিন্ন সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পাশাপাশি সিপিএম ও কংগ্রেসকেও একসারিতে বসিয়ে তোপ দাগতে দেখা গিয়েছে তাঁকে। তিনি বলেছিলেন, খালি মমতার শাড়িতে কালি ছেটানোর পরিকল্পনা। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, মনে রাখবেন, তাঁর শাড়িতে যদি কালি ছেটানো হয়, তাহলে তিনিও মোবিল ঢালতে জানেন।