চেন্নাইয়ের বিরুদ্ধে ঋদ্ধিমান সাহার ইনিংস এবং সচিনকে ছাপিয়ে যাওয়ার নজির:
রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঋদ্ধিমান সাহার ব্যাট থেকে আসে ৫৭ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস। ৮টি চার এবং ১টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন ঋদ্ধিমান। তাঁর এই ইনিংসের সৌজন্যে আইপিএল রানের সৌজন্যে পাপালি ছাপিয়ে গিয়েছেন সচিন তেন্ডুলকরকে। এই ম্যাচ শুরুর আগে ১৪০ ম্যাচে ঋদ্ধিমানের সংগ্রহ ছিল ১৪০ ম্যাচে ২৩২৪ রান। তেন্ডলুকারেরআইপিএল কেরিয়ারে রান ছিল ২৩৩৪। মাস্টার ব্লাস্টার মুম্বইয়ের হয়ে এই সংখ্যক রান করেছিলেন। ঋদ্ধিমানেরম্যান উইনিং ৬৭ রানের ইনিংস তাঁকেসহায্যকরে সচিনের রেকর্ড ভেঙে দিতে।
সচিন তেন্ডুলকরের আইপিএল কেরিয়ার:
সচিন তেন্ডুলকর ২০০৮-২০১৩ পর্যন্ত আইপিএল খেলেছেন। আইপিএল-এ ৭৮ ম্যাচে তাঁর সংগ্রহ ২৩৩৪। একটি শতরান এবং ১৩টি অর্ধ শতরান রয়েছে তাঁর। মাস্টারের ব্যাটিং গড় ৩৪.৮৪। ১১৯.৮২ স্ট্রাইক রেট রয়েছে তাঁর আইপিএল।
আইপিএল-এ ঋদ্ধিমান সাহা:
চলতি আইপিএল-এএকেবারে শেষের দিকে দল পান ঋদ্ধিমান সাহা। এক কোটি টাকার বেস প্রাইসেই তাঁকে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছিল না কেউ, অবশেষে এক কোটি ৯০ লক্ষ টাকায় গুজরাত টাইটানস সই করায় পাপালিকে। প্রথম দিকে গুজরাতের হয়ে সুযোগও তেমন ভাবে পাচ্ছিলেন না, তিন্তু ম্যাথি ওয়েডের অফ ফর্মে তাঁর কাছে সুযোগ এলে তা আর হাত ছাড়া করেননি ঋদ্ধিমান, নিজের পারফরম্যান্সের মধ্যে দিয়ে নতুন ফ্রাঞ্চাইজিতে জায়গা পাকা করে নিয়েছেন প্রথম একাদশে। কেকেআর-এর হয়ে আইপিএল কেরিয়ার শুরু হয় সাহার। ২০১১ সালে তিনি সই করেন চেন্নাইয়ে। ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সি গায়ে ওঠে তাঁর। ২০১৭ পর্যন্ত পাঞ্জাবের হয়েই খেলেন তিনি। ২০১৪ আইপিএল-এর ফাইনালে মনে রাখার মতে শতরান করেন সাহা। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন ঋদ্ধিমান সাহা। চলতি মরসুমে গুজরাতের জার্সিতে এখনও পর্যন্ত ২৮১ রান করেছেন।
লিগ টেবলেসাহারদলের অবস্থান:
লিগ টেবলে ঋদ্ধিমান সাহার গুজরাত টাইটানস শীর্ষ স্থান দখল করে রেখেছে। প্রথম দুইয়ের মধ্যে শেষ করা নিশ্চিত করে ফেলেছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন এই ফ্রাঞ্চাইজি। এখনও লিগ পর্যায়ের একটি ম্যাচ বাকি রয়েছে দলটির। এই মুহূর্তে শীর্ষ স্থানে থাকা গুজরাতের পয়েন্ট ১৩ ম্যাচে ২০।