IPL 2022: আইপিএলে টিকে থাকতে মুম্বইয়ের বিরুদ্ধে জিততেই হবে সানরাইজার্সকে, দ্বৈরথে এগিয়ে কারা?

আইপিএলের লিগ পর্বের ৭০টির মধ্যে ৬৫তম ম্যাচে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার দল প্লে অফের দৌড়ে নেই। পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার ১২টির মধ্যে তিনটি ম্যাচে জয়লাভ করেছে। সানরাইজার্স হায়দরাবাদকে শেষ চারে যেতে হলে বাকি দুটি ম্যাচে জিততেই হবে, সেই সঙ্গে প্রার্থনা করতে হবে প্লে অফের দৌড়ে থাকা বাকিরাও যাতে ১৪ পয়েন্টে লিগ পর্ব শেষ করে। সেক্ষেত্রে নেট রান রেটের ভিত্তিতে ঠিক হবে চতুর্থ দল হিসেবে কারা ইডেনের টিকিট পাবে।

পারস্পরিক দ্বৈরথে

পারস্পরিক দ্বৈরথে ১৮টির মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে ১০টি ম্যাচে, আটটিতে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পাঁচটি সাক্ষাতে চারবারই হায়দরাবাদকে হারায় রোহিত শর্মার দল। ২০২০ সালের আইপিএলে প্রথম সাক্ষাতের পর আর মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতে পারেনি নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি। চলতি আইপিএলে ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে একেবারে নীচে রয়েছে মুম্বই। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন অরেঞ্জ আর্মি। টানা ৫টি ম্যাচ হারার ফলে সানরাইজার্স হায়দরাবাদের নেট রান রেট নেমে গিয়েছে মাইনাস (-) ০.২৭০-এ।

জয়ের ধারাবাহিকতা

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আগের ম্যাচেই জয়ের সরণিতে ফিরেছে রোহিত শর্মার দল। এরপর রোহিতদের ম্যাচ রয়েছে দিল্লির বিরুদ্ধে। বোলিং শক্তিকে শক্তিশালী করতে সূর্যকুমার যাদবের পরিবর্তে আকাশ মাধওয়ালকে ২০ লক্ষ টাকার বিনিময়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। উত্তরাখণ্ডের এই ২৮ বছর বয়সি মিডিয়াম পেসারের ১৫টি টি ২০ ম্যাচে ১৫টি উইকেট রয়েছে। রোহিত শর্মা যেমন রানে ফিরতে মুখিয়ে রয়েছেন, তেমনই নজর থাকবে ট্রিস্টান স্টাবসের দিকে।

চাপে সানরাইজার্স

জয়ের রাস্তায় ফিরতে বদল হতে পারে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং অর্ডার। ব্যর্থতার জেরে অধিনায়ক কেন উইলিয়ামসন মিডল অর্ডারে নেমে আসতে পারেন। অভিষেক শর্মার সঙ্গে পাওয়ারপ্লেতে আগ্রাসী ব্যাটিংয়ের লক্ষ্যে গ্লেন ফিলিপস বা রাহুল ত্রিপাঠীকে জুড়ে দেওয়া হতে পারে ওপেনিংয়ে। এইডেন মার্করাম, নিকোলাস পুরাণদের উপরও ভরসা রাখতে হচ্ছে অরেঞ্জ আর্মিকে।

শেষ হাসি কার?

চলতি আইপিএলে বোলিংয়ে দলগত ইকনমির নিরিখে সবচেয়ে খারাপ পারফরম্যান্স সানরাইজার্সের (৮.৭৩), যদিও খুব পিছিয়ে নেই মুম্বই ইন্ডিয়ান্স (৮.৭৩)। দুই অধিনায়কই এবারের আইপিএলে চেনা ছন্দে নেই। উইলিয়ামসনের গড় ১৮.৯, রোহিতের গড় ১৮.২। তার উপর চলতি আইপিএলে ১০টি ইনিংস খেলা ব্যাটারদের মধ্যে উইলিয়ামসনের স্ট্রাইক রেট (৯২.৯) সবচেয়ে খারাপের তালিকায় রয়েছে পঞ্চম স্থানে। ভারত ও নিউজিল্যান্ডের অধিনায়ক তাঁদের আইপিএল দলকে সাফল্য এনে দিতে পারেন কিনা সেটা দেখার। দুই দলের একাদশে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), তিলক বর্মা, ট্রিস্টান স্টাবস, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, হৃতিক শোকিন, রামনদীপ সিং, জসপ্রীত বুমরাহ, রাইলে মেয়ারডিথ, কুমার কার্তিকেয় সিং

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শশাঙ্ক সিং বা গ্লেন ফিলিপস, কার্তিক ত্যাগী বা মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।

More IPL 2022 News  

Read more about:
English summary
IPL 2022: Sunrisers Hyderabad Will Take On Mumbai Indians In A Must Win Game. In Their Head To Head Records SRH Have Won 8 Matches, MI Have Won 10 Matches.
Story first published: Monday, May 16, 2022, 22:32 [IST]