বিজেপি সরকার অর্থনীতিকে আক্রমণ করেছে! আদিবাসী এলাকায় UPA ও BJP সরকারের পার্থক্য বোঝালেন রাহুল

দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) তীব্র কটাক্ষ কংগ্রেস (congress) সাংসদ রাহুল গান্ধী (rahul gandhi)। এদিন তিনি রাজস্থানের আদিবাসী অধ্যুষিত বানসওয়ারার কারানা গ্রামে এক সমাবেশে বলেন, ইউপিএ সরকারের তৈরি করা শক্তিশালী অর্থনীতিকে ধ্বংস করেছেন নরেন্দ্র মোদী। এছাড়াও তিনি বিজেপি ও নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন, একই দেশের মধ্যে দুই দেশ একটি ধনীদের এবং অপরটি গরিবদের জন্য তৈরি করছেন।

কংগ্রেস ইতিহাস রক্ষা করে

এদিন রাহুল গান্ধী রাজস্থানের বানসওয়ারার কারানা গ্রামের জনসভায় বলেন. কংগ্রেস ও আদিবাসীদের মধ্যে সম্পর্ক অনেক পুরনো ও গভীর। তিনি বলেন, কংগ্রেস ইতিহাস রক্ষা করে, তা চাপা দেয় না। ইউপিএ সরকারের সময় জমি, বন এবং জল রক্ষা করার জন্য ঐতিহাসিক আইন আনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাহুল গান্ধী আরও বলেন পিইএসএ এবং জমি অধিগ্রহণ বিলের মাধ্যমে আদিবাসীদের সম্পদ, বনে উৎপাদিত ফসল রক্ষা করেছে এবং তাদের জন্য সুবিধা করে দিয়েছে।

দুই মতাদর্শের লড়াই

রাহুল গান্ধী বলেন, দুই মতাদর্শের লড়াই চলছে। একদিকে কংগ্রেসের আদর্শ, যেখানে বলা হয় সবাইকে একত্রিত করে এগিয়ে যেতে হবে, সবাইকে সম্মান করতে হবে। প্রত্যেকের ইতিহাস ও সংস্কৃতি রক্ষা করতে হবে। অন্যদিকে বিজেপি, যারা বিভাজন করে এবং আদিবাসীদের ইতিহাস ও সংস্কৃতি মুছে দেয়। তিনি আরাও বলেন কংগ্রেস মানুষকে সংযুক্ত করে আর তারা মানুষকে বিভক্ত করে। কংগ্রেস দুর্বলদের সাহায্য করে, আর তারা বাছাই করা বড় শিল্পপতিদের সাহায্য করে।

বিজেপির সরকার দেশের অর্থনীতিকে আক্রমণ করেছে

এদিন রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, বিজেপির সরকার আমাদের অর্থনীতিকে আক্রমণ করেছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নোট বাতিল এবং ভুল জিএসটি প্রয়োগ করেছেন। যা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তিনি দাবি করেন, এর আগে ইউপিএ সরকার দেশের অর্থনীতিকে শক্তিশালী করার কাজ করেছিল। আর প্রধানমন্ত্রী মোদী ও বিজেপি এর ক্ষতি করছে। বর্তমান পরিস্থিতিতে দেশের যুবকরা চাকরি পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

বিজেপি ২ ভারত গড়তে চায়

রাহুল গান্ধী অভিযোগ করেন, বিজেপি দুই ভারত গড়তে চায়। একটি ধনী, ২-৩ জন বড় শিল্পপতির জন্য। আর অন্যটি গরিব, আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া এবং দুর্বলদের জন্য। তিনি বলেন কংগ্রেস দুটি ভারত চায় না। একটি ভারত চায়, যেখানে প্রত্যেকে তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুস্টার ডোজের চেয়ে বেশি প্রতিরোধক শক্তি বাড়ায় করোনা সংক্রমণ, এমনই দাবি সমীক্ষারবুস্টার ডোজের চেয়ে বেশি প্রতিরোধক শক্তি বাড়ায় করোনা সংক্রমণ, এমনই দাবি সমীক্ষার

More RAHUL GANDHI News  

Read more about:
English summary
Rahul Gandhi targets BJP and PM Narendra Modi from his campaign in Rajasthan's tribal belt
Story first published: Monday, May 16, 2022, 17:16 [IST]