মক্কায় খনন কার্য চালালে শিবলিঙ্গ পাওয়া যাবে, দাবি উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রীর

সোমবার জ্ঞানব্যাপী মসজিদে শিবলিঙ্গের খোঁজ মিলেছে। তারপরই বড় বয়ান দিলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী। কেশব প্রসাদ মৌর্য
দাবি করলেন, মক্কায় খনন কার্য চালালেও শিব লিঙ্গ পাওয়া যাবে। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছেন যে তিনি খুশি যে ভগবান মহাদেব জ্ঞানব্যাপী মসজিদে আবির্ভূত হয়েছেন।

ঠিক কী বলেছেন কেশব প্রসাদ মৌর্য?

সোমবার জ্ঞানব্যাপী ইস্যুতে কেশব মৌর্য সংবাদমাধ্যমকে বলেছেন, আপনি যদি মক্কা (সৌদি আরবে) খোঁড়াখু্ড়ি করেন তবে সেখানেও মহাদেব আবির্ভূত হবেন। প্রাথমিক দিনগুলিতে যখনই আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছি আমরা মাতা শ্রিংগার গৌরীর পূজো করতে চেয়েছিলাম। সে সময় আমরা প্রতিবাদের মুখোমুখি হয়েছিলাম। আজ, আমি খুশি যে মহাদেব জ্ঞানব্যাপীতে আবির্ভূত হয়েছেন।' তিনি আরও বলেন, যে জ্ঞানব্যাপী শিবলিঙ্গ এবং অন্যান্য হিন্দু চিহ্নগুলির আবিষ্কার নিয়ে যারা এতদিন অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে এটা তাদের একটি উত্তর। সমস্ত হিন্দুদের জন্য এটি একটি সুখবর'

জ্ঞানব্যাপী মন্দিরে শিবলিঙ্গ পাওয়া নিয়ে কী বলছে মসজিদ কমিটি?

জ্ঞানব্যাপী মসজিদ পরিচালনা কমিটির ( আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ) দাবি শ্রিংগার গৌরীর মূর্তিটি মসজিদের পশ্চিম দেয়ালে রয়েছে। তারা আরও দাবি করে যে আদালত মসজিদের ভিতরে ভিডিওগ্রাফির অনুমতি দেওয়া উচিত হয়নি। এই বিষয়টি নিয়ে মুসলিমদের একটি প্রতিনিধি দল বারাণসী আদালতের রায়ের বিপক্ষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ দেশের সর্বোচ্চ আদালত সে মামলা শোনার কথাও বলেও৷প্রসঙ্গত দিল্লি ও আশেপাশের এলাকার মহিলা পাঁচজন মহিলা, রাখি সিং, লক্ষ্মী দেবী, সীতা সাহু এবং অন্যরা ১৮ এপ্রিল, ২০২১-এ তাদের দরখাস্ত নিয়ে বারাণসী আদালতে গিয়েছিলেন, জ্ঞানব্যাপী মসজিদের বাইরের দেয়ালে হিন্দু দেবদেবীর মূর্তির সামনে দৈনিক প্রার্থনার অনুমতি চেয়েছিলেন তাঁরা, সেই মামলার শুনানিতেই জ্ঞানব্যাপীতে ভিডিওগ্রাফির রায় দিয়েছে বারাণসী কোর্ট৷

জ্ঞানব্যাপীতে শিবলিঙ্গ নিয়ে কী বলেছেন হিন্দুপক্ষের আইনজীবী?

সংবাদমাধ্যকে আইনজীবী বিষ্ণু জৈন জানিয়েছেন, 'মসজিদের ভিতরে একটি কুয়ো থেকে ১২ ফুটের শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। এবং শিবলিঙ্গটির সুরক্ষার জন্য দেওয়ানী আদালতে যাবেন তিনি৷ আদালতে হিন্দুদের পক্ষের আরও একজন আইনজীবী মদন মোহন যাদব দাবি করেছেন যে শিবলিঙ্গটি নন্দীমুখী।

তাজমহলের তালাবন্ধ ২২ টি ঘরে ঠিক কী আছে? ছবি প্রকাশ করল ASIতাজমহলের তালাবন্ধ ২২ টি ঘরে ঠিক কী আছে? ছবি প্রকাশ করল ASI

More UTTAR PRADESH News  

Read more about:
English summary
Excavations in Makkah will reveal Shivalinga, claims Uttar Pradesh Deputy Chief Minister
Story first published: Monday, May 16, 2022, 20:14 [IST]