IPL 2022: দিল্লি বনাম পাঞ্জাব হাইভোল্টেজ ম্যাচে একাধিক নজির তৈরির হাতছানি

গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস। দুই দলের দৃষ্টিকোন থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। যেই দল জিতবে সেই দল প্লে-অফের আশা কিছুটা হলেও টিকিয়ে রাখতে পারবে, পরাজিত দলের শেষ হয়ে যাবে প্লে-অফের আশা। এই নজরে তৈরি হতে পারে একাধিক নজির, এক ঝলকে দেখে নিন কোন ক্রিকেটার কোন নজির তৈরি করতে পারেন।

একশো উইকেটের সামনে অক্ষর প্যাটেল:

এই ম্যাচে এক উইকেট পেলে আইপিএল কেরিয়ারে ১০০ উইকেটের মালিক হবেন অক্ষর প্যাটেল। রবীন্দ্র জাডেজার পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করার হাতছানি অক্ষরের সামনে।

দুর্দান্ত রেকর্ডের সামনে শিখর ধাওয়ান:

এই ম্যাচে চারটি চার মারতে পারলে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ ৭০০টি চারের মালিক হবেন শিখর ধাওয়ান। পাশাপাশি ৮টি চার মারলে পাঞ্জাব কিংসের হয়ে ৮টি চার মারার নজির গড়বেন শিখর ধাওয়ান।

আইপিএল-এ ৫০০ রানের সামনে লিয়াম লিভিংস্টোন:

এই ম্যাচে আর তিন রান করতে পারলে আইপিএল কেরিয়ারে ৫০০ রানের মালিক হবেন লিয়াম লিভিংস্টোন। দুর্দান্ত ফর্মে তিনি রয়েছেন। পাশাপাশি পাঁচ রান করলে টি-২০ ক্রিকেটে ৪৫০০ রানের মালিক হবেন তিনি।

মুস্তাফিজুরেরসামনে একাধিক নজির:

চার উইকেট পেলে আইপিএল কেরিয়ারে পঞ্চাশটি উইকেটের মালিক হবেন মুস্তাফিজুর রহমান। ১ উইকেট পেলে তিনি টি-২০ কেরিয়ারে ২৫০ উইকেট স্পর্শ করবেন।

অন্যান্য নজির:

দুই উইকেট পেলে রাহুল চাহার টি-২০ ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হবেন। ৭১ রান করলে মিচেল স্টার্ক ৩৫০০ রানের মালিক হবেন। এক উইকেট পেলে টি-২০ ক্রিকেটে অর্শদীপ সিং ৫০ উইকেটের মালিক হবেন। ৩ উইকেট পেলে কাগিসো রাবাডা আইপিএল-এ ১০০ উইকেটের মালিক হবেন। ময়াঙ্ক আগরওয়াল ৩টি ছয় মারলে ১৫০টি টি-২০ ছয়ের মালিক হবেন। দুই উইকেট পেলে খালিল আহমেদ আইপিএল-এ ৫০ উইকেট পূর্ণ করবেন।

জরুরি তথ্য:

দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস উভয় দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে মোট ২৯ বার। এর মধ্যে পাঞ্জাব জিতেছে ১৫ বার এবং দিল্লি জিতেছে ১৪টি ম্যাচে।

More IPL 2022 News  

Read more about:
English summary
Delhi Capitals and Punjab Kings are all set to face each other in a very important match in IPL 2022. In this match various individual feats can be achieved by many cricketers.
Story first published: Monday, May 16, 2022, 18:41 [IST]