IPL 2022: রায়ডুর ওই পোস্টে এক প্রকার ঝড় বয়ে গিয়েছিল, অম্বতির অবসর সংক্রান্ত টুইট নিয়ে মুখ খুললেন ফ্লেমিং

শনিবার হঠাৎ করেই আইপিএল থেকে অবসর ঘোষণা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে আলোড়ন তৈরি করেন চেন্নাই সুপার কিংসের অন্যতম সদস্য অম্বতি রায়ডু। তাঁর অবসর ঘোষণা ততটাও আলোড়িত করেনি যতটা করেছে তাঁর ১৫ মিনিটের মধ্যে সেই অবসরের টুইট ডিলিট করে দেওয়া। পরে পরিস্থিতি সামাল দিতে সিএসকে-র মুখ্য আধিকারিক কাশী বিশ্বনাথন জানান, রায়ডু অবসর নিচ্ছেন না এবং তাঁদের সঙ্গেই থাকছে। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।

অম্বতি রায়ডুর টুইট নিয়ে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং-এর প্রতিক্রিয়া:

গুজরাত টাইটানসের বিরুদ্ধে হারের পর এই বিষয় নিয়ে কোনও রাখ-ঢাক না করেই মুখ খুলেছেন স্টিফেন ফ্লেমিং। তিনি বলেছেন, " সত্যি বলতে এটা (টুইটে রায়ডুর অবসর ঘোষণা) হতাশা জনক ছিল না, এটা একপ্রকার চায়ের কাপে ঝড়েও মতো ছিল। কিন্তু আমি মনে করি এখন ও ঠিক আছে। এর্ প্রভাব শিবিরের মধ্যে পড়েনি।"

রায়ডুর টুইট:

শনিবার হঠাৎই অবসর ঘোষণা করে রায়ডু লেখেন, "আমি খুশির সঙ্গে ঘোষণা করছি যে এটাই আমার শেষ আইপিএল হতে চলেছে। এই প্রতিযোগীতায় খেলার সুযোগ পাওয়ায় এবং দীর্ঘ ১৩ বছর দু'টো মহান দলের সঙ্গে জড়িত থাকতে পারায় আমি খুশি। মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকে'কে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই এই অনবদ্য সফরের জন্য।"

চেন্নান সুপার কিংসের মুখ্য আধিকারিকের বয়ান:

রায়ডুর এই টুইটকে ঘিরে আলোচনা শুরু হতেই এই ঘটনা নজরে আসে সিএসকে ম্যানেজমেন্টের। তড়িঘরি রায়ডুকে এই টুইট ডিলিট করার নির্দেশ দেয় ম্যানেজমেন্ট পরে। চেন্নাই সুপার কিংসের মুখ্য আধিকারিক কাশী বিশ্বনাথন বলেন, "ভাল পারফর্ম না করতে পারার জন্য কিছুটা হতাশ ও (রায়ডু)। ফলে ভুল করেই ওই টুইটটা করে ফেলে ও। আমি পুরো বিষয়টা ওকে বুঝিয়েছি। ও অবসর নিচ্ছে না, ও আমাদের সঙ্গেই থাকবে।"

চলতি আইপিএল-এ রায়ডু এবং সিএসকে-র পারফরম্যান্স:

দীর্ঘ দিন ধরেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে রয়েছেন রায়ডু। মেগা নিলামের আগে তাঁকে ছেড়ে দিলেও নিলাম থেকে ৬.৭৫ কোটি টাকায় ফেরা তাঁকে তুলে নেয় চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এই মরসুমে ১২ ম্যাচে ২৭.১০ গড়ে ২৭১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে হেরে গিয়েছে গুজরাত টাইটানসের বিরুদ্ধে। ঋদ্ধিমান সাহা অপরাজিত ৬৭ রান করেন এবং তাঁর এই ইনিংসই ম্যাচ দূরে সরিয়ে নিয়ে যায় ধোনির দলের থেকে।

More AMBATI RAYUDU News  

Read more about:
English summary
Ambati Rayudu caused a stir on Saturday as he tweeted that this IPL season is going to be his last. Later he deleted that. CSK coach Stephen Fleming told It was not disappointing, it was probably a little bit of a storm in a teacup, to be honest.
Story first published: Monday, May 16, 2022, 10:48 [IST]