বুস্টার ডোজের চেয়ে বেশি প্রতিরোধক শক্তি বাড়ায় করোনা সংক্রমণ, এমনই দাবি সমীক্ষার

করোনা সংক্রমণের চতুর্থ ওয়েভ যখন দোরগোড়ায় তখন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে একটি মেডিকেল রিপোর্ট। তাতে দাবি করা হয়েছে বুস্টার ডোজের তুলনায় শরীরে প্রতিরোধক শক্তি বেশি তৈরি করে করোনা সংক্রমণ। এদিকে চতুর্থ ওয়েভের আশঙ্কায় গোটা দেশে বুস্টার টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। সব রাজ্য গুলিকেই বুস্টার ডোজের টিকাকরণে তৎপর হতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

এদিকে একাধিক মেডিকে গবেষণা দাবি করেছে করোনা ভাইরাসের সংক্রমণ বেশি প্রতিরোধক শক্তি তৈরি করে বুস্টার ডোজের তুলনায়। যাঁদের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়িয়েছিল তাঁদের শরীরে প্রতিরোধক শক্তি বেশি তৈরি হয়েছে। তাঁদের শরীরে সহজে অন্য কোনও করোনা ভাইরাস থাবা বসাতে পারবে না। বা থাবা বসালেও তেমন কাবু করতে পারবে না। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনই চাঞ্চল্যক তথ্য প্রকাশ্যে এনেছেন। তাদের এই দাবি রীতিমত শোরগোল ফেলে দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর জন ওয়্যারি জানিয়েছেন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণের পর শরীরে যে প্রতিরোধ শক্তি গড়ে ওঠে সেটা করোনার বুস্টার ডোজের থেকে কোনও অংশ কম নয়। উল্টে তার চেেয় বেশি রোগ প্রতিরোধক শক্তি তৈরি করে দেয়। কাজেই যাঁরা সদ্য করোনা সংক্রমণ কাটিয়ে উঠেছেন বা খুব সম্প্রতি যাঁরা সংক্রমিত হয়েছিলেন তাঁরা িকছুটা সময় অপেক্ষা করে যান। তার পরে বুস্টার ডোজ নেওয়ার কথা ভাববেন। এখনই বুস্টার ডোজ নেওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই তাঁদের।

ব্লাড ক্যানসারে আক্রান্ত পুতিন , প্রাক্তন ব্রিটিশ গুপ্তচর সূত্রে মিলছে খবর ব্লাড ক্যানসারে আক্রান্ত পুতিন , প্রাক্তন ব্রিটিশ গুপ্তচর সূত্রে মিলছে খবর

হঠাৎ করে আবার চিন এবং উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে। কয়েক লক্ষ মানুষ দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমিত হয়েছেন। তারপরেই সেখানে কোভিড বিধি কড়া করা হয়েছে। এক প্রকার লডাউনের পরিস্থিতি হয়েছে সেখানে। অন্যদিকে চতুর্থ ঢেউয়ে বিপর্যস্ত চিনও। সাংহাইকে কড়া লকডাউন চলছে। কিন্তু এখনও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যায়নি। গত কয়েক মাস চিন এবং উত্তর কোরিয়ায় তেমন করোনা সংক্রমণ ছিল না। অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল তাঁদের জনজীবন। নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্কে রয়েছে অন্যান্য দেশ। ইতিমধ্যেই ভারতে চতুর্থ ওয়েভের সতর্কতা জারি করা হয়েছে। গবেষকরা দাবি করেছেন জুন মাস থেকে ফের করোনার চতুর্থ ওয়েভ শুরু হবে ভারতে। অগস্ট মাসে সেই করোনা সংক্রমণ চরমে উঠবে।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Corona vaccination update news
Story first published: Monday, May 16, 2022, 16:04 [IST]