IPL: জিতলেই প্রায় প্লে-অফ নিশ্চিত রয়্যালসের, হারলে শেষ চারে পৌঁছবে লখনউ, একাধিক নজিরের হাতছানি ব্র্যাবোর্নে

অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। দুই দলের কাছেই জয় প্রয়োজন। লখনউ জিতলে দ্বিতীয় দল হিসেবে তারা কনফার্ম করে নেবে প্লে-অফের টিকিট, যদি রাজস্থান জেতে তা হলে প্লে-অফে তৃতীয় স্থান প্রায় পাকা করে ফেলবে রাজস্থান রয়্যালস। এই ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার বিষয়ে দুই দলই মরিয়া লড়াই চালাবে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। এক নজরে দেখে নিন এই ম্যাচে কী কী নজির তৈরি হতে পারে।

টি-২০ ক্রিকেটে বড় নজিরের সামনে কুইন্টন ডি কক:

এই ম্যাচে কুইন্টন ডি কক অর্ধ শতরান করতে পারলে টি-২০ ক্রিকেটে প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক অর্ধশতরান করার নজির গড়বেনডি'কক।

টি-২০ ক্রিকেটে ৮০০০ রান পূর্ণেরসুযোগ জস বাটলারেরকাছে:

জস বাটলার এই ম্যাচে ৪০ রান করলে আইপিএল কেরিয়ারে পূর্ণ করতে পারবেন ৮০০০ রান। পাশাপাশি পাঁচটি চার মারলে টি-২০ ক্রিকেটে ৭০০টি চার মারার নজির গড়বেন তিনি। বাটলার চারটি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ৩৫০টি ছয়ের মালিক হবেন।

আইপিএল-এ পঞ্চাশ উইকেটের মাইলস্টোনের সামনে জেসন হোল্ডার:

যদি দু'টি উইকেট জেসন হোল্ডার এই ম্যাচে তুলে নিতে পারেন তা হলে আইপিএল কেরিয়ারে ৫০টি উইকেট নেওয়ার নজির গড়বেন তিনি। ব্যাট হাতে চারটি চার মারলে টি-২০ ক্রিকেটে একশোটি চারের মালিক হবেন হোল্ডার।

টি-২০ কেরিয়ারে ৪০০০ রানের সামনে মার্কাস স্টইনিস:

এই ম্যাচে ন্যূনতম ১৪ রান করলে করলে টি-২০ ক্রিকেটে ৪০০০ রানের মালিক হবেন মার্কাস স্টইনিস। তিনটি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ১৫০ ছয় মারার নজির গড়বেন তিনি।

অন্যান্য নজির:

একটি ছয় মারলে আইপিএল-এ পঞ্চাশটি ছয় মারার নজির করবেন ক্রুণাল পান্ডিয়া। পাঁচটি উইকেট পেলে আভেষ খান ৫০টি উইকেটের মালিক হবেন। দুই উইকেট পেলে দুশমন্ত চামিরা টি-২০ ক্রিকেটে ১০০টি উইকেট সংগ্রহ করবেন। চার উইকেট পেলে লিগের সেরা পাঁচ উইকেট সংগ্রহকারীর তালিকায় জায়গা করে নেবেন রবিচন্দ্রন অশ্বিন। পাঁচ উইকেট পেলে যুজবেন্দ্র চাহাল অমিত মিশ্রকে পিছনে ফেলে লিগের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হবেন।

জরুরি তথ্য:

এই দুই দল এক বারই মুখোমুখি হয়েছে এবং প্রথম ম্যাচটি তিন রানে জিতেছে রাজস্থান রয়্যালস। চলতি মরসুমে এখনও ব্র্যাবোর্ন স্টেডিয়ামে একটি ম্যাচও হারেনি লখনউ সুপার জায়ান্টস।

More RAJASTHAN ROYALS News  

Read more about:
English summary
Various individual feats can be achieved by many cricketers during the match between Super Giants and Rajasthan Royals in IPL 2022.
Story first published: Sunday, May 15, 2022, 18:23 [IST]