পশ্চিমবঙ্গে (west bengal) ধর্মান্তরের (conversion) জন্য চাপ দেওয়া হচ্ছে। এর পিছনে যুক্ত পুলিশ প্রশাসনের এক কর্তা। ফেসবুক (face book) পোস্টে এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির (bjp) সভাপতি সুকান্ত মজুমদার ( sukanta majumdar)। মালদহে (malda) কালিয়াচক (kaliachak) থানার আইসি এব্যাপারে যুক্ত বলে অভিযোগ করেছেন তিনি।
ফের DYFI-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বাংলা থেকে! মীনাক্ষী-সৃজনদের 'মেন্টর' হলেন হিমগ্নরাজ