আদামী ৫ দিন আন্দামানে ঝড় ও ভারী বৃষ্টি
আগামী কয়েকঘন্টার মধ্যে আন্দামানে মৌসুমী বায়ুর আগমন হতে চলেছে। দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তা প্রভাব বিস্তার করবে। আগামী ৫ জিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তর-পূর্বে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলি এবং আশপাশের এলাকায় প্রবল দক্ষিণ-পশ্চিম বায়ু এখনও বয়ে চলেছে। যে কারণে আগামী ৫ দিন হাল্কা থেকে মাঝারি আবার কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে অরুণচাল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে। ১৫-১৭ মের মধ্যে মেঘালয়ে অতিপ্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে মিজোমার ও ত্রিপুরায়।
দক্ষিণ কর্নাটক এবং সংলগ্ন এলাকার ওপরে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ কর্নাটক এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ৫ দিনে সেটি একই এলাকায় অবস্থান করলেও সামান্য উত্তর দিকে অগ্রসর হতে পারে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আরবসাগর থেকে শক্তিশালী পশ্চিমা বায়ুর প্রবেশ হচ্ছে।
দক্ষিণের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস
স্বাভাবিক সময়ে ৪ দিনে আগে, ২৭ মে কেরলে বর্ষার আগমনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে প্রাক-বর্ষার বৃষ্টিও চলছে দক্ষিণের রাজ্যগুলিতে। আগামী ৫ দিন বিস্তীর্ণ এলাকায় হাল্কা থেকে মাঝারি, কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু এবং উপকূল কর্নাটকে। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উপকূল ও দক্ষিণ কর্নাটকে ১৮ ও ১৯ মে।
কেরল ও লাক্ষাদ্বীপকে সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে কেরল ও লাক্ষাদ্বীপের প্রশাসনকে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, দুই জায়গায় আগামী ৫ দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। আরবসাগর থেকে দক্ষিণ ভারতের অংশে শক্তিশালী পশ্চিমা বাতাসের কারণে বৃষ্টিপাত বৃদ্ধি বলে জানানো হয়েছে। এছাড়াও এই দুই জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রপাতও হতে পারে। সেই কারণে বসতি এলাকায় কোনও ঝুঁকির কাঠামো থাকলে তা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মৎস্যজীবীদেরও সমুদ্রে না যেতে সতর্ক করা হয়েছে।