হঠাত ইস্তফা বিপ্লব দেবের। আর এরপরেই ত্রিপুরার আগামী মুখ্যমন্ত্রী হিসাবে মানিক সাহার নাম উঠে আসে। আর তা নিয়ে প্রকাশ্যে কোন্দল ত্রিপুরা বিজেপিতে। প্রকাশ্যে মারপিঠে জড়িয়ে পড়েন নেতা-বিধায়করা। একেবারে বিপ্লব দেবের সামনেই এই ঘটনা ঘটে। যা নিয়ে চরম অস্বস্তি ত্রিপুরা বিজেপিতে।
যদিও পরে সমস্যা মিটিয়ে কোলাকুলিও করতে দেখা যায় বিজেপি নেতাদের। কিন্তু নয়া মুখ্যমন্ত্রী'র নাম ঘোষণা নিয়ে যা ঘটনা ঘটল সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
বলে রাখা প্রয়োজন, শনিবার দুপুরে হঠাত করে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। আর এরপরেই রাজনৈতিকমহলে রীতিমত ঝড় ওঠে। কেন-কি জন্যে ইস্তফা তা নিয়ে শুরু হয়ে যায় জোর রাজনৈতিক বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই ত্রিপুরার আগামী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।
শুধু তাই নয়, বিপ্লব দেবের ইস্তফা'র পরেই তাঁর বাসভবনে উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে সমস্ত বিধায়ক এবং মন্ত্রীদের ডাকা হয়। শুধু তাই নয়, বৈঠকে ছিলেন একাধিক কেন্দ্রীয় নেতৃত্বই।
সেখানেই ত্রিপুরার আগামী মুখ্যমন্ত্রী হিসাবে বেশ কয়েকটি নাম উঠে আসে। কিন্তু সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবেই মাণিক সাহাকেই বেছে নেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর এরপরেই বিপ্লব দেব রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরেন। শুধু তাই নয়, উত্তোরিয় পড়িয়ে মাণিক সাহাকে স্বাগত জানাতে গেলে মারমুখী হয়ে ওঠেন এক বিধায়ক। একেবারে তাঁর আসন ছেড়ে উঠে কেন্দ্রীয় নেতাদের মারতে যান বলেও অভিযোগ। শুধু তাই নয়, কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই নতুন মুখ্যমন্ত্রীকে ধাক্কা দিলেন রাজ্যেরই আরেক মন্ত্রী।
আর তা নিয়ে রীতিমত উত্তেজনা-হাতাহাতি ছড়িয়ে পড়ে বৈঠকের মধ্যে। এমনকি বাইরে থেকে চিৎকার চেঁচামেচিও শুরু হয়ে যায় একেবারে। আর এভাবে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল সামনে আসতেই ব্যাপক অশান্তি শুরু হয়ে যায়। যদিও কোনও রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বৈঠকে থাকা অন্যান্য নেতা-বিধায়করা। এক বিধায়কের দাবি, আলোচনার জন্যে সবাইকে ডাকা হলেও আলোচনা না করেই মাণিক সাহার নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। আর সেই কারণেই ক্ষোভ বলে দাবি ওই তাঁর।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়েছে তৃণমূলে'র তরফে। শুধু তাই নয়, তা প্রকাশ করে ত্রিপুরা বিজেপিকে আক্রমণও করা হয়েছে।
.@ramprasadpalBJP, feeling okay?
— AITC Tripura (@AITC4Tripura) May 14, 2022
The entire @BJP4Tripura unit seems to be falling apart!@AITCofficial proves its might yet again!#ShameOnBJP pic.twitter.com/MfZy9vIyQC
পাশাপাশি বিপ্লব দেবের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ত্রিপুরা তৃণমূলের তরফে। পাশাপাশি শুধু বিপ্লব দেব নয়, আরও বেশ কয়েকজনকে সরানোর দাবি তোলা হয়েছে তৃণমূলের তরফে।