প্লে অফের দৌড়ে
পাঞ্জাব কিংস গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দেওয়ায় অনেক দলের সামনেই প্লে অফ নিশ্চিত করার হাতছানি রয়েছে। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আরসিবি তিনে থাকলেও তাদের নেট রাট পৌঁছে গিয়েছে মাইনাস (-) ০.৩২৩-এ। ফলে শেষ ম্যাচে গুজরাত টাইটান্সকে হারালেও এই নেট রান রেটই দৌড় থেকে ছিটকে দিতে পারে আরসিবিকে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট করে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের। ৫৪ রানে জেতায় পাঞ্জাবের নেট রান রেটও পজিটিভে চলে এসেছে। সানরাইজার্স হায়দরাবাদের রয়েছে ১১ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-)০.০৩১। আটে থাকা কেকেআরের ১২ ম্যাচে ১০ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.০৫৭
ডু অর ডাই
কলকাতা নাইট রাইডার্সকে প্লে অফে যেতে প্রথমে যেটা করতেই হবে তা হলো বাকি দুটি ম্যাচেই জেতা। শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে। কেন না, নেট রান রেটকে ভালো জায়গায় রাখতে হবে। যদি দেখা যায় একাধিক দল লিগ পর্ব শেষ করল ১৪ পয়েন্টে, তখন ওই শেষ জায়গাটি দখলের ক্ষেত্রে নেট রান রেট গুরুত্বপূর্ণ হয়ে যাবে।
কোন ম্যাচের কেমন হলে কেকেআরের সুবিধা?
কেকেআর সানরাইজার্স ও লখনউকে হারালে কোন ম্যাচগুলির ফল কেমন হলে নাইটরা ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফে যেতে পারে তা নিয়ে জল্পনা চলছে। সেই ম্যাচগুলির সম্ভাব্য ফলাফলের দিকে নজর রাখা যাক- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্স ম্যাচের ফলাফল যা খুশি হতে পারে। লখনউ সুপার জায়ান্টস হারাবে রাজস্থান রয়্যালসকে। দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারাবে, কিন্তু হারতে হবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মুম্বই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দরাবাদকে হারাবে। গুজরাত টাইটান্স আরসিবিকে হারাবে। চেন্নাই সুপার কিংস হারাবে রাজস্থান রয়্যালসকে। সানরাইজার্স হায়দরাবাদ হারাবে পাঞ্জাব কিংসকে। তেমনটা হলে সানরাইজার্স ১২ পয়েন্টে শেষ করবে। রাজস্থান রয়্যালস, আরসিবি, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও কেকেআর শেষ করবে ১৪ পয়েন্টে। সেক্ষেত্রে ১৪ পয়েন্ট নিয়েও দুটি দল নেট রান রেটের নিরিখে পৌঁছে যাবে শেষ চারে। আরসিবির চিন্তা নেট রান রেট।
প্রথম সাক্ষাতে
চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে কলকাতা নাইট রাইডার্সকে ১৩ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে কেকেআর তোলে ৮ উইকেটে ১৭৫। নীতীশ রানা ৩৬ বলে ৫৪ করেন। আন্দ্রে রাসেল ২৫ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। টি নটরাজন তিনটি ও উমরান মালিক ২টি উইকেট নেন। জবাবে ১৭.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অরেঞ্জ আর্মি। রাহুল ত্রিপাঠী ৩৭ বলে ৭১ রান করেন। এইডেন মার্করাম ৩৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। আন্দ্রে রাসেল নেন ২টি উইকেট।