Weather Update: কালবৈশাখীর জেরে পারা পাতন! একনজরে বাংলার শনিবারের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুক্রবার সন্ধের পরে কালবৈশাখী (Kalbaishakhi) আঘাত হানে। তারপর থেকে তাপমাত্রা কিছুটা নিচের দিকেই রয়েছে। এদিন সকালেও কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। রাজ্য জুড়েই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ মে সোমবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকলেও পরবর্তী ৩ দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গেক আবহাওয়া শুকনো থাকবে, বাড়বে তাপমাত্রা

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ মে সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। তবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর পরেই ৩ দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

কলকাতায় বজ্রবিদ্যুত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াসিয়। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন বাতাসে আপেক্ষিত আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৫)
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া (২৬.৭)
বর্ধমান (২৫.৪)
কোচবিহার (২৩.১)
দার্জিলিং (১৪.৬)
দিঘা (২৬)
কলকাতা (২৮.৫)
মালদহ (২৬)
শিলিগুড়ি (২৪.৫)
শ্রীনিকেতন (২৬.৮)

আন্দামান ও কেরলে আগেই বর্ষা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবার আন্দামান ও কেরলে মৌসুমী বায়ুর আগমন আগেই হতে চলেছে। আন্দামানে ১৫ মের আশপাশের কোনও এক সময়ে মৌসুমী বায়ুর আগমন হতে চলেছে। অন্যদিকে এবার কেরলে মৌসুমী বায়ুর আগমন হতে চলেছে ২৭ মের আশপাশের কোনও সময়ে। এর জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। সাধারণভাবে কেরলে বর্ষা ঢোকে ১ জুন। ২০২১-এ আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ৩ জুনের। তবে তার আগে ৩১ মে সেখানে বর্ষার আগমন হয়।

গ্রেফতার করলেই বেরোবে আসল তথ্য! SSC নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থকে নিশানা শুভেন্দুরগ্রেফতার করলেই বেরোবে আসল তথ্য! SSC নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থকে নিশানা শুভেন্দুর

More WEATHER News  

Read more about:
English summary
Weather office says, temperature will increase through out the state. Heavy Raim likely to be happen in 5 North Bengal districts.
Story first published: Saturday, May 14, 2022, 8:23 [IST]