সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম একাদশে দু'টি পরিবর্তন এনেছে কেকেআর। দলে ফিরেছেন উমেশ যাদব এবং স্যাম বিলিংস। অপর দিকে, পরিবর্তন করেছে সানরাইজার্স হায়দরাবাদও। দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর এবং টি নটরাজন।
এ দিন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেওয়া কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, "আমরা প্রথমে ব্যাটিং করবো। আপনি যদি এখানের রেকর্ড দেখেন তা হলে বুঝতে পারবেন প্রথমে ব্যাটিং করা দল ভাল পারফর্ম করে এবং প্রথমে ব্যাটিংটা আমাদের সঙ্গে ভাল হয়। বাধ্য হয়ে পরিবর্তন করতে হয়েছে। প্যাট চোট পাওয়ায় দলে এসেছে উমেশ এবং শেলডন জ্যাকসনের পরিবর্তে স্যাম বিলিংস প্রথম একাদশে ফিরেছে। আমাদের একাধিক পরিবর্তন করতে হয়েছে প্রথম একাদশে, তবে ইচ্ছাকৃত এত পরিবর্তন করতে হয়েছে এমনটা কিন্তু নয়। আপনি ব্যাটসম্যানদের ফর্ম দেখলেই বুঝতে পারবেন আমাদের এই পরিবর্তনগুলি করারই ছিল।"
অপর দিকে, সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, "আমরাও টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতাম। নটরাজন এবং ওয়াশিংটন ফিরেছে দলে। ফারুকির পরিবর্তে এসেছে জেনসন। আমরা বিগত কিছু ম্যাচে আমাদের সেরাটা তুলে ধরতে পারিনি। পরিস্থিতির বদল করতে চাই।"
কলকাতা নাইট রাইডার্স:
অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী
সানরাইজার্স হায়দরাবাদ:
অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মার্কো জেনসন, উমরান মালিক