মাছ ব্যবসার আড়ালে হাওলা কারবার, মন্ত্রী-প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ, ইডি হানা শহরের একাধিক জায়গায়

সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। এক মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ঘিরে শোরগোল পড়ে গিেয়ছে। উত্তর ২৪ পরগনার অশোকনগর, দমদম এবং বাইপাস লাগোয়া মাছ ব্যবসায়ীর একাধিক বাড়িতে তল্লাশি শুরু হয়ে গিয়েছে। ইডির আধিকারীকরা দাবি করেছেন এই মাছ ব্যবসায়ী মাছের ব্যবসার আড়ালে হাওলা কারবার চালাত।

শহরে ইডি তল্লাশি

সকাল থেকেই শহরের আনাচে কানাচে তল্লাশি শুরু করেছে ইডির আধিকারীকরা। সিআরপিএফের আধিকারীকদের সঙ্গে নিয়ে বাইপাস, দমদম, অশোকনগর সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডির আধিকারীকরা। গত তিন দিন ধরেই শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এর আগেরদিন শহরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হত। শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় তল্লাশি শুরু হয়ে গিয়েছে।

মাছ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

শুক্রবার ইডির আধিকারীকরা এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে হানা েদয়। উত্তর ২৪ পরগনার অশোক নগর বিশাল বিলাস বহুল বাড়ি রয়েছে তাঁর। অভিযোগ মাছের ব্যবসার আড়ালে কোটি কোটি টাকার হাওলা কারবারি করতেন তিনি। দমদম এবং বাইপাসের একাধিক জায়গায় বাড়ি রয়েছে তাঁর। সবকটি বাড়িই ওই মাছ ব্যবসায়ীর। উত্তর ২৪ পরগনার অশোকনগরে তিনটি জায়গায় একসঙ্গে অভিযান চালান ইডির আধিকারীকরা। অশোকনগরের মাছ ব্যবসায়ী সুকুমার মৃধা বাংলাদেশের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকা জালিয়াতির অভিযোগ এমনকী সাতটি ভুয়ো সংস্থার নামে টাকা তোলা হত। এমন কী ব্যাঙ্ক থেকে ৩০০ কোটি টাকা বেআইনি লেনদেন হয় বলে খবর।

প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ

সুকুমার মৃধা নামে ওই মাছ ব্যবসায়ী তার আড়ালে হাওয়ালা টাকা ব্যবহার করে বিভিন্ন জমি জায়গা কিনেছিলেন।
সুকুমার মৃধার সঙ্গে প্রশান্ত হালদারের যোগাযোগ মিলেছে। বাংলাদেশ থেেক টাকা পাঠানো হত। অশোকনগরে সুকুমার মৃধার দুই সহযোগী প্রণব হালদার ও স্বপন মিশ্রর বাড়িতে ইডি তল্লাশি শুরু করে। এছাড়া দমদম এবং বাইপাসের বাড়িতে তল্লাশি চালায় আধিকারীকরা। ইডির তল্লাশি শুরু করেছে পুলিশ। গোটা চক্রের হদিশ পেতে তৎপরতা শুরু করেছেন তদন্তকারী আধিকারীকরা।

বিদেশে টাকা পাচারের অভিযোগ

হাওয়ালার মাধ্যমে বিদেশে টাকা পাচার করা হত বলে অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ থেকে ভারতের একাধিক জায়গায় টাকা পাচারের অভিযোগ উঠেছে। সেইসঙ্গে উত্তর ২৪ পরগনার অশোকনগরে ৩টি, দমদমের একটি এবং দক্ষিণ ২৪ পরগনার ২টি জায়গা মিলিয়ে মোট ৯ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED।

PK- এর সঙ্গে বৈঠকের পরেই বড় পদক্ষেপ! 'এক পরিবার, এক টিকিট’ নীতিতে সহমত নেতৃত্বের PK- এর সঙ্গে বৈঠকের পরেই বড় পদক্ষেপ! 'এক পরিবার, এক টিকিট’ নীতিতে সহমত নেতৃত্বের

More ED News  

Read more about:
English summary
ED raid in Many places of Bengal