আর তিনদিন পরেই আন্দামানে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু, এবার আগেই বর্ষা শুরুর ইঙ্গিত IMD-র

অশনিই কী নিয়ে এল বর্ষার আগমন বার্তা। আগামী তিন দিন পরেই আন্দামান সাগরে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এমনই জানিয়েছে আইএমডি। এবার নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকে পড়বে বর্ষা এমনই পূর্বাভাস দিয়েছে আইএমডি। গতবারও নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসবে দেশে এমনই ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা।

৩ দিন পরেই আন্দামান সাগরে বর্ষা

বর্ষা নিয়ে সুখবর শোনাল আইএমডি। আবহাওয়াবিদরা জানিয়েছেন ১৫ মে থেকে আন্দামান সাগরে ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ুষ অর্থাৎ বর্ষার আগমনের কথা শুনিয়েছেন তাঁরা। মনে করা হচ্ছে চলতি মাসেই বর্ষা ঢুকবে ভারতে। বর্ষা শুরুর আগে একের পর এক ঘূর্ণিঝড় আর নিম্নচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে। অশনির হাত ধরেই কী দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগমন বার্তা দিল তা নিয়ে শুরু হয়ে গিয়েছে গবেষণা। অশনি অন্ধ্র উপকূলে গতকাল ল্যান্ড ফল করেছে। তার প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধ্র উপকূলে বৃষ্টি এখন চলছে।

আগেই আসবে বর্ষা

আইএমডির পক্ষ থেকে বর্ষা নিয়ে সুখবর শোনানো হয়েছে। কেরলে নাকি এবার নির্ধারিত সময়ের চারদিন আগেই ঢুকে পড়বে দক্ষিণ-পশ্চিম মসুমী বায়ু। চলতি মাসে অর্থাৎ ২৬ মে থেকেই কেরলে বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে বলে প্রাথমিক রিপোর্টে জানিয়েছে আবহাওয়া দফতর। গতবছরও নির্ধারিত সময়ের আগেই করলে ঢুকে পড়েছিল বর্ষা। তবে দেশের সর্বত্র সেটা ছড়িয়ে পড়তে অনেক বেশি সময় লেগেছিল। যার জেরি দেরীতেই বিদায় নিয়েছিল বর্ষা। প্রায় অক্টোবর মাসের মাঝামাঝি বিদায় নিয়েছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু।

কেরলে কবে থেকে বৃষ্টি

আগামী চার পাঁচ দিনের মধ্যেই কেরলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা। এদিকে আন্দামান-নিকোবর দ্বীপে ইতিমধ্যেই দফায় দফায় বৃষ্টি চলছে। তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। মে মাসের ১৯ থেকে ২০ তারিখের মধ্যেই আন্দামান-নিকোবরে ঢুকে পড়বে বর্ষা। অর্থাৎ বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে সেখানে। কেরলে সেই বৃষ্টি শুরু হবে ২৬ মে থেকে। দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ুর গতিপথ যেভাব এগোচ্ছে তাতে সেই সম্ভাবনাই তৈির হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

স্বাভাবিক বৃষ্টি বর্ষায়

দহণে পুড়ছে উত্তর-পশ্চিম ভারতের অধিকাংশ রাজ্য। অশনির কারণে সাময়িক স্বস্তির বৃষ্টি পেলেও আজ অর্থাৎ শুক্রবার থেকে ফের তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে রাজস্থান, দিল্লি সহ একাধিক রাজ্যে। আইএমডির এই বর্ষার আগমন বার্তায় কিছুটা হলেও আশার আলো দেখছেন চাষীরা। প্রবল তাপপ্রবাহের কারণে উত্তর-পশ্চিম ভারতে চাষের ব্যপক ক্ষতি হয়েছে। বর্ষা এগিয়ে এলে চাষের সুবিধা হবে। কেরলে ২৬ মে বর্ষা ঢুকে পড়বে ঠিকই কিন্তু গোটা দেশে প্রাক বর্ষার বৃষ্টি কখন শুরু হবে তা নিয়ে কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত দেয়নি আইএমডি।

More MONSOON News  

Read more about:
English summary
Monsoon update news