অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
আরসিবি নিজেদের প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি। তবে, একটি পরিবর্তন রয়েছে পাঞ্জাবের প্রথম একাদশে। সন্দীপ শর্মার পরিবর্তে দলে এসেছেন হারপ্রীত ব্রার। এ দিন টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেওয়া আরসিবির অধিনায়ক বলেছেন, "টস খুব একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। ট্রেন্ট বলছে, উইকেট সময়ের সঙ্গে আরও উন্নত হচ্ছে এবং তাই আমরা বোলিং করবো।"
অন্য দিকে, টসে হারলেও তা নিয়ে একেবারেই চিন্তিত নন, পাঞ্জাব কিংসের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। তিনি বলেছেন, "টসটা খুব বড় একটা ফ্যাক্টর নয়। অবশ্যই দলের উপর চাপ রয়েছে। স্কোর বোর্ডে রান তুলতে চাই ভাল মতো ওদের চাপে রাখতে।" ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে।'
খাতায় কলমে এখনও পাঞ্জাবের আশা টিকে থাকলেও তা অত্যন্ত কঠিন কিন্তু আরসিবির কাছে বেশ ভাল মতো সুযোগ রয়েছে এই ম্যাচ থেকে জয় তুলে আনতে পারলে, অপর প্রতিদ্বন্দ্বীদের উপর চাপ বাড়াবে ফাফ ডু প্লেসিসের দল।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহিপাল লমরোর, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, জস হ্যাজেলউড
পাঞ্জাব কিংস:
জনি বেয়ারস্ট্রো, শিখর ধাওয়ান, ভানুকা রাজাপক্ষ, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), জীতেশ শর্মা (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং, হারপ্রীত ব্রার