টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন। তার জেরে সকালের পর থেকে আরও পড়ল শেয়ার বাজার। যাবে বলে একেবারে ধস নেমেছে শেয়ার বাজারে। এক ধাক্কায় ১১০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স। সকাল থেকেই মন্দা ছিল বাজার। লক্ষ্মীবারে বাজার খুলতেই যেন শনির দশা ভর করেছিল। এক ধাক্কায় ৮৭০ পয়েন্ট পড়ে যায় শেয়ার বাজার। টাকার দামের পতনের কারণেই এই পরিস্থিতি শেয়ারবাজারের এমনই মনে করছেন অর্থনীতিবিদরা।
শুধু শেয়ার বাজার নয় ধস নেমেছে নিফটিতেও। ৫০ ইন্ডেক্স পড়েছে নিফটি। অর্থাৎ প্রায় ২.২২ পয়েন্ট পড়েছে নিফটি। প্রায় ৩০টি বড় কোম্পানির শেয়ারের দাম তর তর করে পড়েছে কয়েক ঘণ্টার মধ্যে। তার অন্যতম কারণ টাকার দামে রেকর্ট পতন। ডলারের তুলনায় টাকার দাম হয়েছে ৭৭.৬৩। এর আগেও একদিন টাকার দামে বিপুল পতন লক্ষ্য করা গিয়েছিল। তার জেরে শেয়ার বাজারে বিপুল ধাক্কা এসেছিল। এক দিনে শেয়ার বাজারে প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি স্বীকার করতে হয়েছিল।
রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট বাড়ানোর পর থেকেই শেয়ার বাজারে রক্তক্ষরণ জারি রয়েছে। লাগাতার শেয়ারবাজারে পতন শুরু হয়েছে। একের পর এক সংস্থা শেয়ার বাজারে বিপুল ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি, বাজাজ ফিনসার্ব। নিফটিতেও এই কোম্পানি গুলির শেয়ারের দাম ২ থেকে ৩ শতাংশ পড়েছে। নিফটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদানি পোর্ট। ৬ শতাংশ পড়েছে আদানি পোর্টের শেয়ারের দাম।
হোয়াটসঅ্যাপ কলেই বাংলার বিজেপি সাংসদের খোয়া গেল ১০ লাখ টাকা! কীভাবে জানেন?
শেয়ার বাজালে গত ৫ দিন ধরে লাগাতার ধস নামতে শুরু করেছে। তার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে। একের পর এক জিনিসের দাম বাড়ছে। বিশেষ করে খাদ্য দ্রব্যের দাম বাড়তে শুরু করেছে। জ্বালানি তেলের দামও বাড়ছে।