ইডেন পরিদর্শনে সৌরভ
আজ বিকেলে ইডেন পরিদর্শনে যান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, যুগ্ম সচিব দেবব্রত দাস প্রমুখ। সুষ্ঠুভাবে আইপিএলের ম্যাচগুলি আয়োজন করতে সিএবি কতটা প্রস্তুত তা সরেজমিনে দেখলেন বোর্ড সভাপতি। কী কী করণীয় সেগুলিও বুঝিয়ে দিয়েছেন সিএবি কর্তাদের। জানা যাচ্ছে, ২০ মে থেকেই ইডেনে অনুশীলন শুরু করতে পারে প্লে অফে ওঠা দলগুলি। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালস ক্যাম্পাস মাঠেও জৈব সুরক্ষা বলয়ে অনুশীলনের বন্দোবস্ত রাখা হচ্ছে।
২০ তারিখ থেকে অনুশীলন
আইপিএল প্লে অফে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স। ১৯ মে তাদের খেলা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ২০ মে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হতে পারে আরসিবিকে। কিন্তু গুজরাত ২০ তারিখ কলকাতায় চলে আসতেই পারে। এরপর যারা যোগ্যতা অর্জন করবে একে একে শহরে আসবে। ১৮ মে লখনউ সুপার জায়ান্টসের লিগ পর্বের শেষ ম্য়াচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তার আগে ঠিক হয়ে যেতে পারে লখনউ শেষ চারে গেল কিনা। ফলে গুজরাত ও লখনউয়েরই সবার আগে কলকাতায় আসার সম্ভাবনা। তবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের খেলা দেখা থেকে বঞ্চিতই থাকছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলে সাফল্যের নিরিখে প্রথম দুটি দলই এবার প্লে অফে নেই।
টিকিট বিক্রি শুরু
ইডেনের দুটি ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, ইডেনে টিকিটের দাম থাকছে ৮০০, ১০০০ ও ১৫০০ টাকা। হসপিটালিটি বক্সের টিকিটের দাম থাকছে ৩০০০ টাকা। আইপিএলের সব ম্যাচের টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। এ জন্য বুকমাইশো (bookmyshow)-তে গিয়ে নিজের পছন্দসই বাজেটের টিকিট বুক করতে পারেন ক্রিকেটপ্রেমীরা। ইডেনে জৈব সুরক্ষা বলয়ে কিছু হসপিটালিটি বক্সও থাকছে, যেখানে ক্রিকেটারদের পরিবার, বন্ধুবান্ধবরা খেলা দেখতে পারবেন।
|
মিলছে বাড়তি সুযোগ
টিকিট বিক্রি কীভাবে হবে তা জানিয়ে দিয়েছে বিসিসিআই। রুপে কার্ড যাঁদের আছে তাঁরা প্রথম ২৪ ঘণ্টায় টিকিট বুকিংয়ে বাড়তি সুবিধা পাবেন। থাকছে কমপ্লিমেন্টারি টিকিটও। দিন যতই এগোচ্ছে ততই ইডেনে টিকিট-প্রত্যাশীদের ভিড়ও বাড়তে শুরু করেছে। আগেই বিসিসিআই জানিয়েছে, ইডেন ও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা দেখতে গ্যালারির ১০০ শতাংশ আসন পূর্ণ থাকবে। সফলভাবে ম্যাচ আয়োজনে সাজো সাজো রব ক্রিকেটের নন্দনকাননে।