কাশ্মীরের পুলিশ ঘটনা নিয়ে বিস্তারিত জানিয়েছে!
বৃহস্পতিবার দুপুরে এই জঙ্গি হামলার ঘটনাটি ঘটেছে মধ্য কাশ্মীরের চাদুরায় তহসিলদার অফিসে। নিহত কাশ্মীরি পণ্ডিতের নাম রাহুল ভাট। বৃহস্পতিবার একটি টুইটে কাশ্মীর জোন পুলিশ এই ঘটনা সম্পর্কে জানিয়েছে! টুইটেই জানানো হয়েছে জঙ্গিরা বুদগামের তহসিলদার অফিসে সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রী রাহুল ভাট নামে এক কর্মচারীকে গুলি করেছে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকায় জঙ্গিদের খোঁজ পেতে তল্লাশি অভিযান শুরু করেছে।
জঙ্গিদের কাশ্মীরি পণ্ডিত হত্যায় মোদী সরকারকে তোপ কংগ্রেস নেতার!
কাশ্মীরি পণ্ডিতদের এই হামলার ঘটনার প্রতিক্রিয়ায়, কংগ্রেস নেতা অশ্বনি হান্ডা মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন! তিনি বলেছেন, উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা দিতে ব্যর্থ মোদী সরকার৷ প্রসঙ্গত, গত মাসেই দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার ছোটোগাম এলাকায় মোটরসাইকেলে এসে দুই জঙ্গি কাশ্মীরি পণ্ডিত দোকানদারের উপর গুলি চালায়। ওই হামলায় সোনু কুমার নামে এক কাশ্মীরি পণ্ডিত নিহত হয়েছিলেন৷ ও আর এক ব্যক্তি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন!
গতবছরও জম্মু-কাশ্মীর উপত্যকায় জঙ্গি হামলায় নিহত হয়েছে সংখ্যালঘু হিন্দুরা!
গত বছরের অক্টোবরেও কাশ্মীর উপত্যকা পরপর বেশ কয়েকটি অসামরিক হত্যাকাণ্ডের সাক্ষী থেকেছে৷ যার বেশিরভাগই উপত্যকায় সংখ্যালঘু সম্প্রদায়ম কাশ্মীরি পণ্ডিতদের লক্ষ্য করে। গত বছর মাখন লাল বিন্দ্রু নামের একজন কাশ্মীরি পণ্ডিত তাঁর দোকানে গুলিবিদ্ধ হয়েছিলেন৷ শ্রীনগরের অন্যতম বিখ্যাত ফার্মেসির মালিক হলেন মাখল লাল৷ এরপরই জঙ্গি হামলায় শ্রীনগরের রাস্তার এক খাবার বিক্রেতা বীরেন্দ্র পাসওয়ান এবং একটি সরকারি স্কুলের অধ্যক্ষ সুপিন্দর কৌরের মৃত্যু হয়েছিল।