রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে পুরো দুই পয়েন্ট জরুরি দিল্লির। কোনও ভাবেই এই ম্যাচ হারা যাবে না, এই ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয় তুলতে না পারলে প্রায় শেষ হয়ে যাবে ঋষভ পন্থের দলের আশা।
রাজস্থানের বিরুদ্ধে নামার আগে প্রথম একাদশে জোড়া পরিবর্তন করেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। খালিল আহমেদের পরিবর্তে দলে এসেছেন চেতন সাকারিয়া এবং রিপাল প্যাটেলের পরিবর্তে দলে ফের জায়গা করে নিয়েছেন ললিত যাদব। বাধ্য হয়ে দলে একটি পরিবর্তন এনেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনও। শিবির ছেড়ে স্ত্রী কাছে উড়ে গিয়েছে প্রথমবার বাবা হতে চলা সিমরন হেটমায়ার। তাঁর পরিবর্তে দলে এসেছেন রসি ভান ডার ডুসেন।
এ দিন টসে জিতে ঋষভ পন্থ বলেন, "উইকেট শুস্ক এবং রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেই সুযোগটা নিতে চাইবো, তাই আমরা প্রথমে বোলিং করবো। পজিটিভ শরীরী ভাষা নিয়েই আমরা মাঠে নামবো, আমরা মিডল ওভারে যতটা পারব রান চাপার চেষ্টা করবো"
অপর দিকে, টস হারলেও অখুশি নন রাজস্থান রয়্যালসরে অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি বলেছেন, "প্রথমে ব্যাটিং করতে হবে বলে একেবারেই অখুশি নই আমরা। ভাল রান তুলতে চাইবো প্রথমে ব্যাটিং করে। আমরা ভাল খেলে আসছি এবং সেই ধারাই বজায় রাখার চেষ্টা করবো। উইকেট দেখে বেশ ভাল লাগছে।"
দিল্লি ক্যাপিটালস:
ডেভিড ওয়ার্নার, শ্রীকার ভরত, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ললিত যাদব, রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, চেতন সাকারিয়া কুলদীপ যাদব, এনরিচ নোকিয়া
রাজস্থান রয়্যালস:
জস বাটলার, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), দেবদত্ত পডিকল, রসি ভান ডার ডুসেন, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন