IPL 2022: আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং কেকেআরের, বাদ আইয়ার, দুই দলেই পরিবর্তন

আইপিএলের ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে সঞ্জু স্যামসনের দলের কাছে হেরে গিয়েছিল গতবারের রানার-আপরা। আজ নাইটদের প্রথম একাদশে এসেছেন অনুকূল রায়, তাঁর হাতে দলের ক্যাপ তুলে দেন রিঙ্কু সিং। পিচ দেখে ম্যাথু হেডেন বলেছেন, এই ম্যাচটিও হাই স্কোরিং হতে চলেছে। টস জিতে ফিল্ডিং নিয়েছে কেকেআর।

রান তাড়া করবে কেকেআর

টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে শ্রেয়স আইয়ার বলেন, এখানে গতকালও খেলা হয়েছে। তাছাড়া পরের দিকে শিশির পড়বে। আমরা কিছু ম্যাচ জেতার পরিস্থিতি থেকেও হাতছাড়া করেছি। আপাতত আমাদের একটাই টার্গেট নির্ভীক ক্রিকেট খেলে ক্লোজ ম্যাচগুলিও বের করা। মজা করে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন, এখন টস জেতাটাই আমার লক্ষ্য। পরিস্থিতির কথা বিবেচনা করেই ড্যারিল মিচেলের জায়গায় করুণ নায়ারকে খেলানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। তবে রাজস্থান রয়্যালস এখনও অবধি রান তাড়া করে জেতেনি। প্রথমে ব্যাট করেই সব ম্যাচে জিতেছে।

দুই দলেই পরিবর্তন

নাইটদের একাদশে দুটি পরিবর্তন। মেগা নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে এবার বাদ পড়লেন ভেঙ্কটেশ আইয়ারও। আগেই বাদ পড়েছেন অফ ফর্মে থাকা বরুণ চক্রবর্তী। এদিন দলে এসেছেন শিবম মাভি ও অনুকূল রায়। রাজস্থান রয়্যালস দলে ড্যারিল মিচেলের পরিবর্তে খেলছেন করুণ নায়ার। চলতি আইপিএলে এই নিয়ে ২০ জন খেলোয়াড় বদল করল কেকেআর। যা চলতি আইপিএলে সর্বাধিক। নাইটদের প্রথম একাদশে নেই হর্ষিত রানাও। সুনীল গাভাসকর বলেন, অনুকূল রায়কে আমরা আগেও দেখেছি, তিনি পরিবর্ত হিসেবে নেমে দারুণ ফিল্ডিং করেছেন। তবে ব্যাটিং ও বোলিংয়ের দিকে নজর থাকবে।

আত্মবিশ্বাসী ফিঞ্চ

কলকাতা নাইট রাইডার্সের কাছে প্লে অফের লড়াই এখন ডু-অর-ডাই পরিস্থিতিতে। ৯ ম্যাচে রয়েছে ৬ পয়েন্ট। বাকি পাঁচটি ম্যাচে জিততেই হবে শ্রেয়স আইয়ারের দলকে। ফর্মে ফিরতে মরিয়া অ্যারন ফিঞ্চ। রাজস্থানের বিরুদ্ধে কেকেআর জার্সিতে তিনি অর্ধশতরানও পেয়েছিলেন। আজ তিনি খেলা শুরুর আগে বলেছেন, আমি ধারাবাহিক হতে পারছি না। তবে ফোকাস করছি সোজা হিট করার, দীর্ঘক্ষণ ক্রিজে থাকাও লক্ষ্য। ডেভিড হাসি, ব্রেন্ডন ম্যাকালামদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। টি ২০ ক্রিকেট ব্যাটার ও বোলার, দুই পক্ষের কাছেই খুব নৃশংস। ফলে নিজের প্রতি আস্থা রাখতেই হয়। পার্টনারের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। প্রতিপক্ষ বোলারদের সামলাতে নিজেদের মধ্যে বোঝাপড়া আরও উন্নত করেই নামতে চান ফিঞ্চ।

দুই দলে কারা?

নাইটদের প্রথম একাদশে আজ ভেঙ্কটেশ আইয়ার ও হর্ষিত রানার জায়গায় খেলছেন শিবম মাভি ও অনুকূল রায়। রাজস্থান রয়্যালস একাদশে এসেছেন করুণ নায়ার, বাদ ড্যারিল মিচেল। একনজরে দুই দলের একাদশ-

রাজস্থান রয়্যালস- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, করুণ নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ সেন

কলকাতা নাইট রাইডার্স- অ্যারন ফিঞ্চ, অনুকূল রায়, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বাবা ইন্দ্রজিৎ (উইকেটকিপার), নীতীশ রানা, সুনীল নারিন, শিবম মাভি, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, উমেশ যাদব, টিম সাউদি

More IPL 2022 News  

Read more about:
English summary
IPL 2022: Kolkata Knight Riders Have Won The Toss And Decided To Field Against Rajasthan Royals. Anukul Roy Is Playing His First Match For KKR.