দেশের আভ্যন্তরীণ সুরক্ষা সবসময় নিয়ন্ত্রণে রয়েছে, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

দেশের আভ্যন্তরীণ সুরক্ষার দায়িত্ব থাকে স্বরাষ্ট্রমন্ত্রকের উপর৷ সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে ২০২০-২১ এ দেশের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ন্ত্রণেই রয়েছে। করোনাকালে দেশের স্বাস্থ্য, অর্থনৈতিক ব্যবস্থা বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছে৷ কিন্তু বিগত বছরে দেশের আভ্যন্তরীণ সুরক্ষা সুরক্ষিত রয়েছে এটা কিছুটা হলেও স্বস্তি দেবে কেন্দ্রকে।

দেশের আভ্যন্তরীণ সুরক্ষার বিষয়টি উল্লেখ করে কেন্দ্র ২০২০-২১ এর যে রিপোর্টটি বার করেছে তাতে বলা হয়েছে দেশের মধ্যে জঙ্গিবাদ, জঙ্গিহানা, বাম চরমপন্থী গ্রুপের হিংসাত্মক কার্যকলাপ, নক্সালবাদ ও মাওবাদ সহ জম্মু কাশ্মীরের অভ্যন্তরে সন্ত্রাসবাদের বিষয়গুলিকে কড়া হতে সামলানোর কথা জানিয়েছে কেন্দ্র৷ করোনা সংক্রমণ ও লকডাউনে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও জঙ্গিবাদকে বাড়তে দেওয়া হয়নি বলে জানিয়েছে কেন্দ্র৷

২০২০ র ডিসেম্বর পর্যন্ত ৪২ টি সংগঠন এবল ৩১ জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী সংগঠন ও সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র দফতর৷ আন ল ফুল অ্যাকটিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট ১৯৬৭, এর মাধ্যমেই এই সব সংগঠন ও ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করছে দেশ৷ 'কাউন্টার টেররিজম'-এ বড়সড় সাফল্য হাসিল করেছে দেশ৷ বিভিন্ন রাজ্যগুলিতে রাজ্য পুলিশ ও কেন্দ্রবাহিনী সন্ত্রাসবাদ সহ যে কোনও রাষ্ট্রবিরোধী সংগঠনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে৷ দেশের মধ্যে জঙ্গিবাদকে নির্মুল করতে অতি দ্রুত ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশও৷ কাশ্মীর থেকে মণিপুর সহ দেশের যে কোনও জায়গাতে শক্তিশালী সন্ত্রাসবাদের পাল্টা দেওয়ার নীতি নিয়েছে ভারত৷

বাবুলের শপথ-জট কাটাতে আসরে অধ্যক্ষ-পরিষদীয় মন্ত্রী, রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে বৈঠকবাবুলের শপথ-জট কাটাতে আসরে অধ্যক্ষ-পরিষদীয় মন্ত্রী, রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে বৈঠক

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট ২০০৮ এর মাধ্যমে এনআইএর জন্ম হয়েছে। দেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ ও সন্ত্রাসবাদীদের অর্থ জোগানোর বিষয়ে তদন্তে বড় সাফল্য পেয়েছে NIA, আজ পর্যন্ত এনআইএ ৩৬৩ টি কেস রেজিস্ট্রার করেছে, যায় মধ্যে ২০২০ সালেই ৫৯ কেস রেজিস্টার করেছে এনআইএ৷ ২৮৬টি এরকম কেসে ইতিমধ্যেেই চার্জসিট জমা দিয়েছে এনআইএ যার ৬৯ কেসে ইতিমধ্যেই শুনানি হয়েছে ও ৬৩টি কেসে দোষ চিহ্নিত করা গিয়েছে৷

More AMIT SHAH News  

Read more about:
English summary
MHA said country's internal security always safe and controlled
Story first published: Monday, May 2, 2022, 16:53 [IST]