আইপিএল-এ শততম ছয় পূর্ণ করার সামনে শ্রেয়স আইয়ার:
শ্রেয়স আইয়ার এই ম্যাচে শততম ছয় মারার নজির গড়তে পারেন আইপিএল-এ। পাঁচটি ছয় মারলেই এই কৃতিত্ব অর্জন করবেন তিনি। অন্য দিকে, ৬ টি চার মারলে টি-২০ ক্রিকেটে ৪০০টি চার মারার নজির স্পর্শ করবেন তিনি।
আইপিএল-এ ১০০০ রানের সামনে সুনীল নারিন:
এই ম্যাচে ১৯ রান করলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এক হাজার রান পূর্ণ করতে পারবেন সুনীল নারিন। এই কৃতিত্ব অর্জন করতে পারলে ডোয়েন ব্র্যাভোর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল-এ এক হাজারের বেশি রান এবং ১৫০-এর বেশি উইকেট নেওয়ার নজির গড়বেন নারিন।
টি-২০ ক্রিকেটে ৪০০টি চার মারার হাতছানি সঞ্জু স্যামসনের সামনে:
এই ম্যাচে ঠিক মতো খেলতে পারলে টি-২০ ক্রিকেটে ৪০০টি চারের মালিক হবেন সঞ্জু স্যামসন। এই কৃতিত্ব অর্জন করতে ৫টি চার মারতে হবে তাঁকে।
জরুরি তথ্য:
জস বাটলার এই মরসুমে ৫০০-এর বেশি রান করেছেন এবং তিনিই শীর্ষে রয়েছেন কমলা টুপি জয়ের দৌড়ে। আর কোনও ব্যাটসম্যান চলতি আইপিএল-এ ৫০০ রানের গণ্ডি টপকাতে পারেনি। কলকাতা নাইট রাইডার্স এই বারের আইপিএল-এ প্রথমে ব্যাটিং করে কোনও ম্যাচেই জিততে পারেনি। একটি আইপিএল মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হতে আর দু'টি উইকেট প্রয়োজন যুজবেন্দ্র চাহালের। শ্রেয়স গোপাল ২০১৯ সালে এক ইনিংসে ২০ উইকেট নিয়েছিল। চাহাল যদি দু'টি উইকেট পান তাহলে ২১ উইকেট নিয়ে একটি মরসুমে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার হয়ে উঠবেন আইপিএল-এর প্রথম সংস্করণের চ্যাম্পিয়নদের।
সম্মুখ সমরে রাজস্থান-কলকাতা:
কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস একে অপরের বিরুদ্ধে মোট ২৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। প্রায় সমানে সমানে চলেছে ম্যাচ যখনই দুই দল একে অন্যের মুখোমুখি হয়েছে। কেকেআর জিতেছে ১৩টি ম্যাচে এবং রাজস্থান জিতেছে ১২টি ম্যাচে। একটি ম্যাচের কোনও ফলাফল হয়নি।