আইএসএলে এফসি গোয়াকে উড়িয়ে লিগশীর্ষে জামশেদপুর এফসি, দ্বিতীয়ার্ধে চার গোল!

চলতি আইএসএলে প্রথম জয় ছিনিয়ে নিল জামশেদপুর এফসি। ব্যাম্বোলিমে এফসি গোয়াকে হারাল ৩-১ গোলে। প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। টানটান লড়াই অবশ্য দেখা গেল দ্বিতীয়ার্ধে। জামশেদপুরের হয়ে জোড়া গোল নেরিজুস ভালস্কিসের। তিনিই ম্যাচের সেরা।

এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ম্যাচ ড্র রেখেছিল জামশেদপুর। এদিন পেল দুরন্ত জয়। প্রথমার্ধে জামশেদপুর ও গোয়া পজিটিভ ফুটবল খেললেও গোল আসেনি। এফসি গোয়ার আক্রমণ সেভাবে দানা বাঁধতে পারেনি। জামশেদপুর দুটি ভালো সুযোগ পেলেও গোল আসেনি ধীরজ মৈরাঙ্গথেম দুটি ভালো সেভ করায়। দুই দলের রক্ষণেরই প্রথম থেকে ভালো খেলা প্রথমার্ধ গোলশূন্য থাকার অন্যতম কারণ।

যদিও দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই গোল পেতে ঝাঁপায়। ৪৯ মিনিটে ফ্রি কিক থেকে গোল করার লক্ষ্যে এগোলেও এডু বেদিয়ার বাঁ পায়ের জোরালো শট জামশেদপুর এফসির গোলকিপারের হাতে জমা পড়ে। এর পরেই সেই এডু বেদিয়া মাঝমাঠ থেকে উঠে এসে বল বাড়ান বক্সে, জামশেদপুরের ডিফেন্ডাররা বলের নাগাল পাননি। আলবার্তো নগুয়েরার শট ঝাঁপিয়ে পড়ে গোয়ার অগ্রগমন রোধ করেন টিপি রেহনেশ। ৫১ মিনিটে গ্রেগ স্টুয়ার্টের থেকে বল পেয়ে তা জালে জড়ান জমশেদপুরের নেরিজুস ভালস্কিস। ৬১ মিনিটের মাথায় জামশেদপুরকে ২-০ গোলে এগিয়ে দেয় ভালস্কিসের দ্বিতীয় গোল। এটিও স্টুয়ার্ট-ভালস্কিসের যুগলবন্দিতে। স্টুয়ার্টের ফ্রি কিকে মাথা ছুঁইয়ে গোল করে যান ভালস্কিস। ৭২ মিনিটে এফসি গোয়া গোলের সুযোগ নষ্ট করার পর ৮০ মিনিটে জামশেদপুর এফসি ৩-০ গোলে এগিয়ে যায়। এই গোলটি করেন জর্ডন মারে। ৮৩ মিনিটে গোয়ার বেদিয়ার শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৮৬ মিনিটে জামশেদপুর রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে জর্জ অর্টিজের থেকে বল পেয়ে তা জালে জড়াতে ভুল করেননি আইরান ক্যাব্রেরার। যদিও তা এফসি গোয়ার পরাজয় এড়ানোর পক্ষে যথেষ্ট ছিল না।

২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে ১ নম্বরে উঠে এল জামশেদপুর এফসি। এফসি গোয়া টানা দ্বিতীয় পরাজয়ের ফলে রইল সবার নীচে। ২ ডিসেম্বর জামশেদপুরের পরের ম্যাচ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। ৭ ডিসেম্বর এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে এফসি গোয়া। কাল আইএসএলে দুটি ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় কলকাতা ডার্বি। রাত সাড়ে ৯টায় মুম্বই সিটি এফসি খেলবে হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে।

More ISL 2021 2022 News  

Read more about:
English summary
Jamshedpur FC Beat FC Goa By 3-1 Goals In ISL Match At Bambolim. All The Goals In Second Half, Nerijus Valskis Scored A Brace.
Story first published: Friday, November 26, 2021, 22:28 [IST]