শুভমান গিলের চতুর্থ টেস্ট অর্ধশতরানের দৌলতে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রানের দিকেই এগোচ্ছে ভারত। প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ১ উইকেটে ৮২।
ওপেনিং জুটিতে ২১ রান ওঠার পর তিনে নামা সহ অধিনায়ক চেতেশ্বর পূজারার সঙ্গে ইতিমধ্যেই ৬১ রান যোগ করেছেন গিল। ৮৭ বলে ৫২ রানে অপরাজিত রয়েছেন তিনি। পূজারা ৬১ বল খেলে ১৫ রান করেছেন। কাইল জেমিসনের বলে কট বিহাইন্ড হন ময়াঙ্ক আগরওয়াল, তিনি ২৮ বলে ১৩ রান করেছেন। গ্রিন পার্কের ঘূর্ণি উইকেটে টস জয় গুরুত্বপূর্ণ হতেই পারে। চতুর্থ ইনিংসে ভারতের তিন স্পিনারকে সামলানো মোটেই সহজ হবে না নিউজিল্যান্ডের পক্ষে। এমনকী ভারত যদি প্রথম দুই দিনে বড় রান তুলে ফেলে সেক্ষেত্রে ফলো অনের আশঙ্কাও থাকবে।
FIFTY!
— BCCI (@BCCI) November 25, 2021
A well made half-century for @ShubmanGill off 81 deliveries. This is his 4th in Test cricket 👏👏
Live - https://t.co/WRsJCUhS2d #INDvNZ @Paytm pic.twitter.com/dtergTWr9b
আজ টেস্টের প্রথম সেশনে প্রথম ঘণ্টা অবশ্য নিউজিল্যান্ড ভালোই চাপ বজায় রেখেছিল ভারতীয় ব্যাটারদের উপর। কাইল জেমিসন দুরন্ত বোলিং করেন। ম্যাচের সপ্তম ওভারে আজাজ প্যাটেল বল করতে আসেন। কিন্তু কিউয়ি স্পিনারের আত্মবিশ্বাসের অভাবে ভাগ্যের সহায়তা পান শুভমান গিল। প্যাটেলের বল গিলের প্যাডে লাগলেও সেভাবে জোরালো আবেদন করেননি আজাজরা, নিউজিল্যান্ড রিভিউও নেয়নি। কিন্তু দেখা যায় রিভিউ নিলে গিল আউট হতেন।
ম্যাচের তৃতীয় ওভারে টিম সাউদির তৃতীয় বলে আম্পায়ার লেগ বিফোর দিয়েছিলেন শুভমান গিলকে। সঙ্গে সঙ্গে তিনি ডিআরএসের আশ্রয় নেন। দেখা যায়, বল গিলের ব্যাটে লেগে প্যাডে লেগেছিল। ফলে রক্ষা পান গিল। এরপর আজাজের ওভারেও জীবন পাওয়া। স্পিনাররা আক্রমণে এলে আর ফিরে তাকাতে হয়নি গিলকে। টেস্টে নিজের চতুর্থ তথা ভারতের মাটিতে দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেছেন তিনি। ইংল্যান্ড সিরিজে চোটের কারণে খেলতে পারেননি। বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলরা না থাকায় ওপেনিংয়ে সুযোগ পেয়েই চেনা ছন্দে ব্যাটিং শুরু গিলের।
যদিও ময়াঙ্ক আগরওয়াল এদিন ব্যর্থ হলেন। ম্যাচের অষ্টম ওভারের পঞ্চম বলে কাইল জেমিসনের বলে কট বিহাইন্ড হন। তার ঠিক দুই বল আগেই শর্ট একস্ট্রা কভার দিয়ে চার মেরেছিলেন তিনি। ২৮ বলে দুটি চারের সাহায্যে ১৩ রানে তিনি প্যাভিলিয়নে ফেরেন। শুভমান গিলের টেস্টে সর্বাধিক রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বছরের গোড়ায় ব্রিসবেনে করা ৯১। এর পরেই আজকের ইনিংস। এ বছর জানুয়ারিতে সিডনি টেস্টে ও ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে তিনি আউট হয়েছিলেন ৫০ রানে। গিলের এদিনের ইনিংসে এখনও অবধি রয়েছে পাঁচটি চার ও একটি ছক্কা।