অধিনায়ক বদলেও কিউয়িদের টস জয় অধরাই, মুদ্রা পরীক্ষার দাবি নিশামের! দ্রাবিড় কীভাবে ফেরাচ্ছেন ঐতিহ্য?
ভারতীয় ক্রিকেটে পুরানো ঐতিহ্য ফেরালেন রাহুল দ্রাবিড়। যা এক সময় বিশ্ব ক্রিকেটেও চল ছিল। কানপুর টেস্টে ভারতীয় দলের ৩০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো শ্রেয়স আইয়ারের। তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। শ্রেয়সকে দেখা যায় গাভাসকরের পরামর্শ মনোযোগ দিয়ে শুনতেও।

রাহুল দ্রাবিড় কোচ হিসেবে আসার পর থেকেই দেখা যাচ্ছে তিনি কোনও প্রাক্তন ক্রিকেটারকে দিয়েই অভিষেক হতে চলা ক্রিকেটারের হাতে দলের টুপি প্রদানের ব্যবস্থা করছেন। হর্ষল প্যাটেলের হাতে যেমন ইন্ডিয়া ক্যাপ তুলে দিতে দ্রাবিড় ডেকে নিয়েছিলেন অজিত আগরকরকে। আজ কানপুরে মুম্বইয়ের শ্রেয়সের হাতে টেস্ট ক্যাপ তুলে দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক গাভাসকর।
🎥 A moment to cherish for @ShreyasIyer15 as he receives his #TeamIndia Test cap from Sunil Gavaskar - one of the best to have ever graced the game. 👏 👏#INDvNZ @Paytm pic.twitter.com/kPwVKNOkfu
— BCCI (@BCCI) November 25, 2021
প্রাক্তনদের দিয়ে জাতীয় দলের টুপি প্রদানের এই চল সবচেয়ে বেশি রয়েছে অস্ট্রেলিয়ায়। শেন ওয়ার্ন, মার্ক ওয়া, মার্ক টেলর, অ্যাডাম গিলক্রিস্টদের দেখা গিয়েছে অভিষেক হতে চলা ক্রিকেটারদের হাতে ব্যাগি গ্রিন টুপি তুলে দিতে। ভারতেও এক সময় এইভাবে জাতীয় দলের টুপি প্রদানের চল ছিল প্রাক্তন অধিনায়ক, কোনও সিনিয়র ক্রিকেটার বা কোনও সাপোর্ট স্টাফের হাত দিয়ে। তবে রবি শাস্ত্রীর জমানায় প্রাক্তনদের ডেকে এনে জাতীয় দলের টুপি প্রদানের চল দেখা যায়নি। দলেরই অধিনায়ক বা অন্য কেউ এই দায়িত্ব পালন করতেন। কিন্তু রাহুল দ্রাবিড়ের হাত দিয়েই ফিরল পুরানো ঐতিহ্য। সুনীল গাভাসকর পরে ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, এই দিনটির জন্যই অপেক্ষা করে থাকেন কোনও ক্রিকেটার। গলি বা ময়দানে ক্রিকেট খেলা প্রত্যেকেই স্বপ্ন দেখেন দেশের হয়ে ক্রিকেট খেলার। আর টেস্ট ক্রিকেটের গুরুত্ব সব সময়ই বেশি।
#TeamIndia Captain @ajinkyarahane88 wins the toss and elects to bat first in the 1st Test against New Zealand.
— BCCI (@BCCI) November 25, 2021
Live - https://t.co/9kh8Df6cv9 #INDvNZ @Paytm pic.twitter.com/1T4NOXNED7
এরই মধ্যে বিরাট কোহলিকে নিয়ে নানা মিম ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ ও প্রথম টেস্ট খেলছেন না। টি ২০ সিরিজে সব কটি ম্যাচেই টস জিতেছিলেন রোহিত শর্মা। এদিন টস জিতলেন অজিঙ্ক রাহানে। নেটাগরিকরা স্বাভাবিকভাবেই খোঁচা দিতে ছাড়ছেন না বিরাট কোহলিকে। উল্লেখ্য, চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে টস জেতার পর ফের টস জয়ের জন্য বিরাটকে কাটাতে হয়েছে পাঁচটি টেস্ট ম্যাচ। সীমিত ওভারের ম্যাচের পরিসংখ্যান ধরলে তা বিরাটের অস্বস্তি বাড়ানোর পক্ষে যথেষ্ট। মুম্বই টেস্টে বিরাট টস হারলে ফের তিনি সমালোচিত হতে পারেন টস ভাগ্যের জন্য! যেমন আজ হতাশ হয়ে পড়েছেন জিমি নিশাম।
Can somebody take a closer look at those coins please? 🙄 #INDvNZ
— Jimmy Neesham (@JimmyNeesh) November 25, 2021
টি ২০ সিরিজে নিউজিল্যান্ডকে প্রথম দুটি ম্যাচে নেতৃত্ব দেন টিম সাউদি। ইডেনে শেষ ম্যাচে নেতৃত্ব দেন মিচেল স্যান্টনার। আজ টস হারলেন কেন উইলিয়ামসনও। তাঁরা যে কল করেছেন টসে তার উল্টোটাই হয়েছে। এই পরিস্থিতিতে টুইটে মজা করে নিউজিল্যান্ডের অলরাউন্ডার লিখেছেন, টসের সময় মুদ্রাটা ভালোভাবে পরীক্ষা করা হোক।