আবহাওয়ার খবর: উত্তরে হাওয়ায় কমছে তাপমাত্রা, জাঁকিয়ে শীত কবে? বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার আপডেট
এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও রোদের তেমন তেজ নেই। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা নিম্নমুখী থাকবে। বুধবারের থেকে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১ ডিগ্রির মতো কমেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯. ৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ নভেম্বর শনিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা নামতে থাকবে। তবে এরপরের ২-৩ দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। আগামী ২ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৭ নভেম্বর শনিবার সকালে মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। তবে এরপরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে উত্তরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল পূবালি হাওয়া। যার জন্য তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। এবার আপাতত পূবালী হাওয়া মুক্ত হয়েছে দক্ষিণবঙ্গ।

কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতা ও আশপাশের এলাকায় সামান্য কুয়াশা পড়তে দেখা গিয়েছে।
আবহাওয়া দফতর ইঙ্গিত করেছে, দক্ষিণবঙ্গে এখনই জাঁকিয়ে শীত নয়। কেননা ১৫ ডিসেম্বরের আগে কলকাতায় সেভাবে শীত পড়ে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৬.৩ (১৬.৮)
বালুরঘাট ১৪.৪ (১৬.২)
বাঁকুড়া ১৬.৫ (১৭.১)
ব্যারাকপুর ১৮.২ (২০)
বহরমপুর ১৫ (১৬)
বর্ধমান ১৬.৮ (১৭.৮)
ক্যানিং ১৯.২ (২১)
কোচবিহার ১৩.৬ (১৬.২)
দার্জিলিং ৬.৯ (৮.৪)
দিঘা ১৮.৪ (২০)
কলকাতা ১৯.৭ (২০.৮)
মালদহ ১৭.২ (১৮.৪)
পানাগড় ১৫.২ (১৪.৯)
পুরুলিয়া ১৪.৯ (১৫.১)
শিলিগুড়ি ১৪.৬ (১৯.১)
শ্রীনিকেতন ১৬.৪ (১৬)

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার প্রভাবে বৃহস্পতিবারেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে যাবে। এর প্রভাবে আগামী ২৯ নভেম্বরের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

পূর্ব ভারতে তাপমাত্রা কমবে ও উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা বাড়বে
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুদনি পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে। কিন্তু উত্তর পশ্চিম ভারতে আগামী দিন পাঁচেক সময়ের মধ্যে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
Daily News Update: ত্রিপুরায় পুর নির্বাচন শুরুর আগে 'হামলা', আক্রান্ত প্রার্থী-পোলিং এজেন্ট