রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারত শ্রীলঙ্কা সফরে একদিনের আন্তর্জাতিক ও দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতেছে। তবে এগিয়ে থেকেও শ্রীলঙ্কা সফরে টি ২০ সিরিজ জয় সম্ভব হয়নি দলে করোনা থাবা বসানোয়। সীমিত ওভারের সিরিজের পর কানপুরেই প্রথম টেস্ট ম্যাচ ভারত খেলতে নামবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে।
ভারতীয় দল গতকালের পর আজও কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে অনুশীলন করেছে রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রেদের তত্ত্বাবধানে। তারই ফাঁকে নেটে রাহুল দ্রাবিড়কে বেশ কিছুক্ষণ অফ স্পিন বোলিং করতে দেখা গেল। সেই ভিডিও বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে। ১৬৪ টেস্টে ১৩২৮৮ রানের মালিক পাঁচটি ইনিংসে বল করেছেন। তাঁর ১টি উইকেটও রয়েছে। ২০০২ সালে একমাত্র টেস্টে ভারতীয় দলের ১১ জন ক্রিকেটারই বল করেছিলেন। ভারত ৯ উইকেটে ৫১৩ রান করে অ্যান্টিগা টেস্টে ইনিংস ডিক্লেয়ারের পর ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ৬২৯ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। এরপর আর ভারত ব্যাট করেনি। টেস্ট নিষ্প্রাণ ড্র হয়েছিল। ২৪৮ ওভারের মধ্যে দ্রাবিড়কে দিয়ে ৯ ওভার বল করিয়েছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ৩টি ওভার মেডেন হয়, ১৮ রানের বিনিময়ে তিন শতরানকারীর অন্যতম রিডলি জ্যাকবস (১১৮)-কে আউট করেছিলেন দ্রাবিড়। উল্লেখ্য, সব ক্রিকেটারের একই ইনিংসে বল করার নজির রয়েছে মোট চারটি টেস্টে। ভারত একবারই এই ঘটনা ঘটিয়েছে।
𝗦𝗼𝗺𝗲 𝗿𝗶𝗴𝗵𝘁-𝗮𝗿𝗺 𝗼𝗳𝗳-𝘀𝗽𝗶𝗻 𝗮𝗻𝘆𝗼𝗻𝗲? 🤔
— BCCI (@BCCI) November 24, 2021
🎥 That moment when #TeamIndia Head Coach Rahul Dravid rolled his arm over in the nets. 👍 👍#INDvNZ @Paytm pic.twitter.com/97YzcKJBq3
একদিনের আন্তর্জাতিকে রাহুল দ্রাবিড়ের চারটি উইকেট রয়েছে। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোচিতে ৯ ওভারে ১টি মেডেন-সহ ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন, শতরানকারী গ্যারি কার্স্টেন ছাড়াও আউট করেছিলেন লান্স ক্লুজনারকে। ওই সিরিজেই ফরিদাবাদে ১৬ রানের বিনিময়ে ১ উইকেট পান, বোল্ড করেছিলেন শন পোলককে। ১৯৯৯ সালে জয়পুরে পাকিস্তানের বিরুদ্ধে চার ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট তিনি পান। ৯৫ রান করা সঈদ আনোয়ার দ্রাবিড়ের বলে উইকেটকিপার নয়ন মোঙ্গিয়ার হাতে ক্যাচ দিয়েছিলেন।
কোচ দ্রাবিড়ের অফ স্পিন বোলিং ক্রিকেটপ্রেমীদের স্মৃতিমেদুর তো করছেই, কাল থেকে শুরু হতে চলা টেস্টে নজর থাকবে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের দিকে। আর পাঁচটি উইকেট নিলেই তিনি টপকে যাবেন হরভজন সিংয়ের ৪১৭টি টেস্ট উইকেটের রেকর্ড। ভারতীয়দের মধ্যে ১৩২টি টেস্টে সবচেয়ে বেশি ৬১৯ উইকেট রয়েছে অনিল কুম্বলের। ১৩১টি টেস্টে কপিল দেবের উইকেট ৪৩৪টি। হরভজন ১০৩টি টেস্টে ৪১৭ উইকেট পেয়েছেন। অশ্বিন কানপুরে খেলবেন ৮০তম টেস্ট। উমেশ যাদব যদি প্রথম একাদশে থাকেন তাহলে কপিল দেব, জাভাগল শ্রীনাথ, জাহির খান ও ইশান্ত শর্মার পর পঞ্চম ভারতীয় বোলার হিসেবে দেশের মাটিতে ১০০টি টেস্ট উইকেট পেতে পারেন তিনি, এজন্য উমেশের দরকার চারটি উইকেট।