সায়নী ঘোষকে গ্রেফতারের পাল্টা? এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের OSD (অফিসার অন স্পেশাল ডিউটি) সঞ্জয় মিশ্রকে নারকেলডাঙা থানায় ডেকে পাঠাল কলকাতা পুলিশ। তাও আবার ঠিক ত্রিপুরায় পুরোভোটের দিন। বৃহস্পতিবার ত্রিপুরার ৩৩৪ আসনে পুরো ভোট। ইতিমধ্যেই ১১২ টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেছে বিজেপি৷ ২২২ আসনের জন্য মোট ৬৭০ বুথে হবে ভোট গ্রহণ। এই সব কটি বুথকেই স্পর্শ কাতর ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট।
চলতি মাসের তিন তারিখে দায়ের হওয়া কোনও অভিযোগের (কেস নং ৩২৩, ৩/১১/২১) এর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য নারকেলডাঙা থানায় ডেকে পাঠানো হয়েছে সঞ্জয় মিশ্রকে। ঠিক যেন ছায়াযুদ্ধ চলছে। এতদিন যা ছিল শুধুই রাজনৈতিক লড়াই, এবার তাতে জড়িয়ে পড়ছে দুটি রাজ্য, তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ এবং বিজেপি শাসিত ত্রিপুরার। কিছুদিন আগেই তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করেছিল ত্রিপুরা পুলিশ। এবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অফিসার অন স্পেশ্যাল ডিউটি সঞ্জয় মিশ্রকে নোটিশ ধরালো কলকাতা পুলিশ।
কী লেখা রয়েছে সেই বিজ্ঞপ্তিতে? জানা গিয়েছে, ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী চলতি বছরের ৩ নভেম্বর তারিখের একটি কেসে ডেকে পাঠানো হচ্ছে সঞ্জয়কে৷ নারকেলডাঙা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর সৌমিত বন্দ্যোপাধ্যায় এই চিঠিটি পাঠিয়েছেন। চিঠিটিতে লেখা রয়েছে যে কলকাতা পুলিশের সম্পূর্ণ অধিকার আছে তাঁকে ডেকে পাঠানোর এবং জিজ্ঞাসাবাদ করার। এই মামলার অভিযুক্ত ব্যক্তি সঞ্জয়-ই। এই কারণেই চলতি মাসের ২৫ তারিখ দুপুর ১২ টার মধ্যে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হওয়ার অনুরোধ করছে কলকাতা পুলিশ। চিঠিটিতে লেখা রয়েছে, যদি সঞ্জয় কোনওভাবে জিজ্ঞাসাবাদে হাজির না হন, তাহলে তাঁকে গ্রেফতার করা হবে৷
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভের পরই তৃণমূলের পাখির চোখ ২০২৪ সালে লোকসভা নির্বাচন। বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর পদে দেখতে চায় শাসকদল। আর এই লক্ষ্যে প্রথম পদক্ষেপ ত্রিপুরা নির্বাচন। যথারীতি তৃণমূল নেতারা পৌঁছে গিয়েছেন বিজেপি শাসিত রাজ্যটিতে। জোর কদমে চলছে প্রচার। সেই সময়ই তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ৷ অভিযোগ, সায়নী ইচ্ছাকৃত উস্কানিমূলক কথা বলেছেন, ভয় দেখিয়েছেন, হত্যার চেষ্টা করেছেন । ভিডিওতেও দেখা যায়, সায়নী বিপ্লব দেবের সভার সামনে দিয়ে যাওয়ার সময় একাধিক কটাক্ষ ছুঁড়ে দিচ্ছেন বিজেপি কর্মীদের উদ্দেশে। সায়নীর এই গ্রেফতারের বিরুদ্ধে এককাট্টা হয়ে প্রতিবাদে নামে তৃণমূল। শেষে অবশ্য জামিনও পান সায়নী। বুধবার সায়নী পশ্চিমবঙ্গে ফিরতেই এবার আসরে নামল কলকাতা পুলিশ। ডেকে পাঠাল বিপ্লব দেব ঘনিষ্ঠ পুলিশ অফিসার সঞ্জয় মিশ্রকে।