টি ২০ বিশ্বকাপে ইচ্ছামতো ব্যাটিং পজিশন বদলানো বা ব্যাট করতে না নামা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে বিশ্রাম নেওয়া। এর খেসারত দিয়েই আইসিসি টি ২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দশের বাইরে চলে গেলেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন টি ২০ অধিনায়ক রয়েছেন একাদশ স্থানে। প্রথম দশে একমাত্র রয়েছেন লোকেশ রাহুল।
(ছবি- বিরাট কোহলি ইনস্টাগ্রাম)
টি ২০ সিরিজ না থেললেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবেন বিরাট কোহলি। নেতৃত্বও দেবেন। তার আগে মুম্বইয়ে অনুশীলনেও নেমে পড়েছেন বিরাট কোহলি। তবে তার আগেই আইসিসি টি ২০ র্যাঙ্কিংয়ে বিরাট পতন কোহলির অস্বস্তি বাড়াল। অবশ্য এটি অবশ্যম্ভাবীই ছিল। গত সপ্তাহে অষ্টম স্থান কোনওরকমে ধরে রাখতে পারলেও আজ প্রকাশিত তালিকায় তিন ধাপ নেমে বিরাট চলে গিয়েছেন একাদশ স্থানে। ভারতের টি ২০ অধিনায়ক নিউজিল্যান্ড সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করে সিরিজ সেরা হয়েছেন। তিনি আইসিসি টি ২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দুই ধাপ উঠে এসেছেন, রয়েছেন ১৩ নম্বরে।
প্রথম একাদশে ঢুকে পড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। তিন ধাপ উঠে তিনি রয়েছেন দশে। এক ধাপ করে উঠেছেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান, ভারতের ওপেনার লোকেশ রাহুল ও অস্ট্রেলিয়ার অধিনায়ক তথা ওপেনার অ্যারন ফিঞ্চ। তাঁরা রয়েছেন যথাক্রমে চার, পাঁচ ও ছয়ে। টি ২০ বিশ্বকাপ ফাইনাল ও ভারতের বিরুদ্ধে সিরিজ থেকে চোটের কারণে ছিটকে যাওয়া ডেভন কনওয়ে তিন ধাপ নেমে চলে এসেছেন সাতে। ইংল্যান্ডের ওপেনার জস বাটলার ও দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন এক ধাপ করে উঠে এসেছেন অষ্টম ও নবম স্থানে। বাংলাদেশ সিরিজে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে ইংল্যান্ডের ডেভিড মালানের রেটিং পয়েন্টের ব্যবধান কমে হয়েছে মাত্র চার। বাবর (৮০৯) ও মালান (৮০৫) প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। তিন নম্বর জায়গাটি ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
বোলারদের তালিকায় ভারতের ভুবনেশ্বর কুমার পাঁচ ধাপ উঠে ১৯-এ রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ১২৯ ধাপ উঠে চলে এসেছেন ৯২ নম্বরে। ১৬০ ধাপ উঠে অক্ষর প্যাটেল আছেন ১১২ নম্বরে। দীপক চাহার বোলারদের তালিকায় ১৯ ধাপ উঠে রয়েছেন ৪০ নম্বরে, অলরাউন্ডারদের তালিকায় ৮৩ ধাপ উঠে তিনি ১৬৩ নম্বরে রয়েছেন। ইডেনে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ১০ ধাপ উঠে বোলারদের আইসিসি টি ২০ র্যাঙ্কিংয়ের ত্রয়োদশ স্থানে রয়েছেন।