টেস্ট সিরিজে বড় ধাক্কা! চোটের জন্য ছিটকে গেলেন রাহুল, দলে এলেন সূর্যকুমার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগেই বড় ধাক্কা খেল ভারতীয় দল। চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান কে এল রাহুল। অর্থাৎ ২৫ নভেম্বর কানপুরে শুরু হওয়া প্রথম টেস্টে দেখা যাবে না রাহুলকে।

টি-২০ সিরিজের শেষ ম্যাচ তথা ইডেনেও প্রথম একাদশে ছিলেন না রাহুল। মনে করা হয়েছিল, টিম ম্যানেজমেন্টই বিশ্রাম দিয়েছে তাঁকে। তবে এবার জানা গেল, চোট রয়েছে রাহুলের। বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, 'প্রথম টেস্টে খেলতে পারবে না রাহুল।' সোমবার টিম ইন্ডিয়ার প্র‍্যাক্টিসেও দেখা যায়নি রাহুলকে৷ যদিও কিছুদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফর্মে ছিলেন রাহুল৷

দুটি ম্যাচের টেস্ট সিরিজে কেএল রাহুলের পরিবর্তে সূর্যকুমার যাদব ভারতীয় দলে জায়গা পেলেন৷ তবে সূত্রের খবর চোটের কারণে একটি নয় হতে চলা দুটি টেস্ট ম্যাচেই বাদ পড়েছেন রাহুল৷

সংবাদমাধ্যমের খবর রাহুলের বাম উরুর পেশীতে টান ধরেছে৷ যার কারনেই বাদ পড়তে হল তাঁকে৷ আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবে তিনি এখন এনসিএ-তে চিকিৎসার পাশাপাশি হালকা ট্রেনিং নেবেন বলে জানা গিয়েছে৷ রাহুলের অনুপস্থিতিতে শুভমন গিলকে দেখা গিয়েছে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে। প্রথম টেস্টে ভারতের সহ অধিনায়ক চেতশ্বর পুজারাও দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করেন।

কানপুর টেস্টে খেলছেন না কোহলি। সম্ভবত তাঁর জায়গা তথা চার নম্বরে অভিষেক হতে চলেছে সূর্যকুমার যাদবের। অনেকে আবার এই জায়গাতে শ্রেয়স আইয়ারের কথাও ভাবছিলেন। এতদিন ভাবা হচ্ছিল রাহুল এবং ময়ঙ্কই ওপেন করবেন। শুভমন হয়ত মিডল অর্ডারে স্থান পাবেন। কিন্তু রাহুলের অনুপস্থিতিতে সূর্যকুমার যাদবের টেস্ট অভিষেক প্রায় নিশ্চিত হল।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম টেস্টটি ২৫ নভেম্বর কানপুরে অনুষ্ঠিত হবে।
কিউদের বিরুদ্ধে ভারতের বর্তমান টেস্ট দলে রয়েছেন, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেট-রক্ষক), কেএস ভরত (উইকেট-রক্ষক), আরভিন জাদিজা অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোঃ সিরাজ, প্রসিধ কৃষ্ণ

More KL RAHUL News  

Read more about:
English summary
Suryakumar Yadav replaces KL Rahul in India's Test squad,
Story first published: Tuesday, November 23, 2021, 16:57 [IST]