আবহাওয়ার খবর: কুয়াশার দাপটের মধ্যেই বাড়ল তাপমাত্রা! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

দূরে হলেও বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। প্রভাব গিয়ে পড়ছে তাপমাত্রার ওপরে। সেই কারণে সোমবারের মতোই মঙ্গলবারেও ঊর্ধ্বমুখী পারদ। সঙ্গে কুয়াশার দাপট। জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর। দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই এদিনের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে বেশি। কলকাতায় গতকালের থেকে তাপমাত্রা বেড়েছে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ নভেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি কুয়াশার দাপটও দেখা দিতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৪ নভেম্বর বুধবার সকালে মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। মেঘলা আবহাওয়া কাটিয়ে বুধবার থেকে তাপমাত্রা পতন শুরু হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত ভারী শীতের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতার আবহাওয়া

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৯.১ (১৮.৫)
বালুরঘাট ১৬.২ (১৬)
বাঁকুড়া ১৯.৭ (১৯.৮)
ব্যারাকপুর ২২ (১৯.৪)
বহরমপুর ১৬.৪ (১৫.৬)
বর্ধমান ১৯ (১৯)
ক্যানিং ২১.৬ (২১)
কোচবিহার ১৬.৩ (১৬)
দার্জিলিং ৭.২ (৮)
দিঘা ২২.৬ (২২)
কলকাতা ২৩.১ (২১.২)
মালদহ ১৯.৬ (১৯.৫)
পানাগড় ১৮.৪ (১৬.৮)
পুরুলিয়া ১৮.১ (১৮.১)
শিলিগুড়ি ১৭.৫ (১৭.৪)
শ্রীনিকেতন ১৮.৮ (১৭.৫)

ক্যানিং-রাজগঞ্জের পর এবার হাওড়া! পরপর ৩ দিনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূলের ৩ সংখ্যালঘু নেতারক্যানিং-রাজগঞ্জের পর এবার হাওড়া! পরপর ৩ দিনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূলের ৩ সংখ্যালঘু নেতার

More WEATHER News  

Read more about:
English summary
As Temperature will comediwn from wednesday, on tueaday Lowest temperature increases mainly in South Bengal
Story first published: Tuesday, November 23, 2021, 10:25 [IST]